নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে দেশের সকল দোকান ব্যবসায়ীদের প্রতি এই বিশেষ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করে বলা হয়, মঙ্গলবার ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে ব্যবসায়ী সমাজ আজ বাকরুদ্ধ ও শোকেস্তব্ধ। মরহুমাকে ‘আপোসহীন নেত্রী’, ‘দেশ মাতৃকার সাহসী কণ্ঠ’ এবং ‘গণতন্ত্রের জননী’ হিসেবে আখ্যায়িত করে নেতৃবৃন্দ জানান, এই শোক ও বেদনা প্রকাশের ভাষা তাদের জানা নেই।
বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩১শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশের দোকান ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।
ওআ/আপ্র/৩০/১২/২০২৫




















