ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

খালেদার সুস্থতা কামনায় দেশজুড়ে নেতাকর্মীদের দোয়া

  • আপডেট সময় : ০৮:৫২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া করেছেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া হিন্দু ধর্মালম্বীদের মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে করা হয়েছে বিশেষ প্রার্থনা।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ছিলেন জোটের শরিক দলের নেতারাও। বায়তুল মোকাররমে এই দোয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ,নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার ছাড়াও আরও ছিলেন আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।
বিএনপির শরিক ও সমমনা দলের নেতাদের মধ্যে ছিলেন এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
খালেদার জন্য প্রধানমন্ত্রীকে ভাসানীর মেয়ের অনুরোধ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দিতে প্রধানমন্ত্রী প্রতি অনুরোধ জানিয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে শুক্রবার সকালে দেখে এসে সাংবাদিকদের মাধ্যমে ভাসানীর মেয়ে এই অনুরোধ করেন। নিজের সুস্থতার জন্য খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়াকে দেখতে যান মজলুম জননেতা ভাসানীর পরিবারের পাঁচ সদস্য। ৩০ মিনিটের মতো তারা হাসপাতালে ছিলেন। বিএনপি চেয়ারপারসনকে দেখে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভাসানীর ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী। তিনি বলেন, ‘বেগম জিয়া কথা বলতে পারছেন, তবে খুব ধীরে ধীরে। তিনি খুবই দুর্বল। তার সঙ্গে কথা হলে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার জোর দাবি জানাই।’
ভাসানীর নাতি হাবিব হাসান মনার বলেন, ‘আমরা বেগম জিয়াকে দেখতে গিয়েছিলাম। তার ডাক্তাররা বলেছেন, বেগম জিয়ার অবস্থা খারাপ। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানাই ভাসানী পরিবারের পক্ষ থেকে।’
ভাসানীর আরেক নাতি মাহমুদুল হক শানু বলেন, ‘মজলুম জননেতা মওলানা ভাসানী আজীবন মজলুমের পক্ষে লড়াই করেছেন। যেখানে অন্যায়, সেখানেই তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠ। পাকিস্তান সরকারের ফাঁসির দড়ি থেকে তিনি যেমনিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করেছিলেন, তেমনি দেশের গণতান্ত্রিক সংগ্রামের অসংখ্য নেতাকর্মীকে নিপীড়নের হাত থেকেও তিনি রক্ষা করেছিলেন। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য মওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
খালেদাকে দেখতে যাওয়া ভাসানী পরিবারের অন্য সদস্যরা হলেন জননেতার বড় মেয়ে রিজিয়া ভাসানী ও নাতনি সুরাইয়া সুলতানা। ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। গত ১৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। বর্তমানে সিসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার অনুরোধ জানিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার সরকারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। যদিও এই অবস্থায় চিকিৎসা নেওয়ার জন্য বিদেশ যাওয়ার সুযোগ নেই বলে সাফ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

খালেদার সুস্থতা কামনায় দেশজুড়ে নেতাকর্মীদের দোয়া

আপডেট সময় : ০৮:৫২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া করেছেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া হিন্দু ধর্মালম্বীদের মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে করা হয়েছে বিশেষ প্রার্থনা।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ছিলেন জোটের শরিক দলের নেতারাও। বায়তুল মোকাররমে এই দোয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ,নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার ছাড়াও আরও ছিলেন আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।
বিএনপির শরিক ও সমমনা দলের নেতাদের মধ্যে ছিলেন এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
খালেদার জন্য প্রধানমন্ত্রীকে ভাসানীর মেয়ের অনুরোধ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দিতে প্রধানমন্ত্রী প্রতি অনুরোধ জানিয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে শুক্রবার সকালে দেখে এসে সাংবাদিকদের মাধ্যমে ভাসানীর মেয়ে এই অনুরোধ করেন। নিজের সুস্থতার জন্য খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়াকে দেখতে যান মজলুম জননেতা ভাসানীর পরিবারের পাঁচ সদস্য। ৩০ মিনিটের মতো তারা হাসপাতালে ছিলেন। বিএনপি চেয়ারপারসনকে দেখে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভাসানীর ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী। তিনি বলেন, ‘বেগম জিয়া কথা বলতে পারছেন, তবে খুব ধীরে ধীরে। তিনি খুবই দুর্বল। তার সঙ্গে কথা হলে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার জোর দাবি জানাই।’
ভাসানীর নাতি হাবিব হাসান মনার বলেন, ‘আমরা বেগম জিয়াকে দেখতে গিয়েছিলাম। তার ডাক্তাররা বলেছেন, বেগম জিয়ার অবস্থা খারাপ। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানাই ভাসানী পরিবারের পক্ষ থেকে।’
ভাসানীর আরেক নাতি মাহমুদুল হক শানু বলেন, ‘মজলুম জননেতা মওলানা ভাসানী আজীবন মজলুমের পক্ষে লড়াই করেছেন। যেখানে অন্যায়, সেখানেই তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠ। পাকিস্তান সরকারের ফাঁসির দড়ি থেকে তিনি যেমনিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করেছিলেন, তেমনি দেশের গণতান্ত্রিক সংগ্রামের অসংখ্য নেতাকর্মীকে নিপীড়নের হাত থেকেও তিনি রক্ষা করেছিলেন। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য মওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
খালেদাকে দেখতে যাওয়া ভাসানী পরিবারের অন্য সদস্যরা হলেন জননেতার বড় মেয়ে রিজিয়া ভাসানী ও নাতনি সুরাইয়া সুলতানা। ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। গত ১৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। বর্তমানে সিসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার অনুরোধ জানিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার সরকারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। যদিও এই অবস্থায় চিকিৎসা নেওয়ার জন্য বিদেশ যাওয়ার সুযোগ নেই বলে সাফ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।