ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

খালেদার চিকিৎসায় তারা ‘বাইরের’ ডাক্তার আনতে পারেন: তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি চিকিৎসক নিয়ে আসার পরামর্শ উঠে এসেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের এক বক্তব্যে। তিনি বলেন, “বেগম জিয়া যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান সেজন্য সরকার আন্তরিক এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি করছে এবং প্রয়োজনে আরও করবে। বাইরের ডাক্তার আনার প্রয়োজন পড়লে তাও তারা আনতে পারেন।” সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশে সব ‘অপশন’ শেষ হয়ে যাচ্ছে বলে তার মেডিকেল বোর্ড যে বক্তব্য রেখেছে, সে বিষয়েও প্রতিক্রিয়া জানান মন্ত্রী। তিনি বলেন, “আসলে এটি দলীয় মেডিকেল বোর্ড। তারা বিএনপির মতোই কথা বলছে।”
আগের দিন সংবাদ সম্মেলনে এসে মেডিকেল বোর্ডের সদস্যরা দাবি করেন, বিএনপি নেত্রীর দেশে চিকিৎসা করার সব অপশন শেষ হয়ে যাচ্ছে। তাকে দ্রুত উন্নত বিশ্বে চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে। কয়েকজন বিএনপির নেতার সাজার রায়কে ‘ফরমায়েশি’ বলে দলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, তারও জবাব দেন হাছান মাহমুদ। তিনি বলেন, “দেশে আদালত স্বাধীনভাবে কাজ করে, ফরমায়েশি রায় দেয় না। বিএনপির নেতারা যদি নি¤œ আদালতের রায়ে সন্তুষ্ট না হন তাহলে উচ্চ আদালতে যেতে পারেন। আরও দুই স্তর উচ্চ আদালত আছে।
“প্রকৃতপক্ষে দেশ-আদালত কোনোটির ওপরেই বিএনপির আস্থা নেই। বেগম জিয়ার মামলায় একশবারের বেশি তারিখ পেছাতে হয়েছে। সে জন্যই তারা এগুলো বলে। দেশে আইন ও আদালত স্বাধীনভাবেই কাজ করে। সে কারণে আওয়ামী লীগ নেতারও বিচার হয়, শাস্তিও হয়।”
যুদ্ধের নামে ফিলিস্তিনিদের জিম্মি করা সমীচীন নয়: হামাস ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে লড়াই নিয়ে তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ সবসময়ই যুদ্ধ ও হত্যাকা-ের বিপক্ষে। যুদ্ধের নামে ফিলিস্তিনের সাধারণ মানুষকে জিম্মি করা কখনো সমীচীন নয়। এটি যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনেরও পরিপন্থী। “পৃথিবীর যেখানেই হোক, বাংলাদেশ সংঘাতের বিপক্ষে। আমরা সংঘাতময় পৃথিবী চাই না। আমরা শান্তি চাই। ফিলিস্তিন অঞ্চলে আজ বহু বছর ধরে দশকের পর দশক ধরে সংঘাত চলছে এবং ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জাতিসংঘের বক্তৃতায় ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। আমাদের সরকার সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং অনেক সময় আমরা সাহায্য সহযোগিতাও করেছি।” তথ্যমন্ত্রী বলেন, “সেখানে যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে ফিলিস্তিন বা ইসরাইল যেখানেই হোক, সাধারণ মানুষের হত্যাকা- আমরা সমর্থন করি না। এবং যুদ্ধের নামে গাজা স্ট্রিপে খাদ্য, পানিসহ সমস্ত কিছু সরবরাহ বন্ধ করে ফিলিস্তিনিদের যেভাবে জিম্মি করা হয়েছে, সেটি কখনো সমর্থনযোগ্য নয়।” এর আগে অর্জন প্রকাশন প্রকাশিত ‘বঙ্গবন্ধু সংকলন’ ও অনার্য প্রকাশনী প্রকাশিত ‘সুন্দরবনের পেশাজীবী সম্প্রদায়ের সমাজ ও সংস্কৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

খালেদার চিকিৎসায় তারা ‘বাইরের’ ডাক্তার আনতে পারেন: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি চিকিৎসক নিয়ে আসার পরামর্শ উঠে এসেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের এক বক্তব্যে। তিনি বলেন, “বেগম জিয়া যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান সেজন্য সরকার আন্তরিক এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি করছে এবং প্রয়োজনে আরও করবে। বাইরের ডাক্তার আনার প্রয়োজন পড়লে তাও তারা আনতে পারেন।” সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশে সব ‘অপশন’ শেষ হয়ে যাচ্ছে বলে তার মেডিকেল বোর্ড যে বক্তব্য রেখেছে, সে বিষয়েও প্রতিক্রিয়া জানান মন্ত্রী। তিনি বলেন, “আসলে এটি দলীয় মেডিকেল বোর্ড। তারা বিএনপির মতোই কথা বলছে।”
আগের দিন সংবাদ সম্মেলনে এসে মেডিকেল বোর্ডের সদস্যরা দাবি করেন, বিএনপি নেত্রীর দেশে চিকিৎসা করার সব অপশন শেষ হয়ে যাচ্ছে। তাকে দ্রুত উন্নত বিশ্বে চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে। কয়েকজন বিএনপির নেতার সাজার রায়কে ‘ফরমায়েশি’ বলে দলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, তারও জবাব দেন হাছান মাহমুদ। তিনি বলেন, “দেশে আদালত স্বাধীনভাবে কাজ করে, ফরমায়েশি রায় দেয় না। বিএনপির নেতারা যদি নি¤œ আদালতের রায়ে সন্তুষ্ট না হন তাহলে উচ্চ আদালতে যেতে পারেন। আরও দুই স্তর উচ্চ আদালত আছে।
“প্রকৃতপক্ষে দেশ-আদালত কোনোটির ওপরেই বিএনপির আস্থা নেই। বেগম জিয়ার মামলায় একশবারের বেশি তারিখ পেছাতে হয়েছে। সে জন্যই তারা এগুলো বলে। দেশে আইন ও আদালত স্বাধীনভাবেই কাজ করে। সে কারণে আওয়ামী লীগ নেতারও বিচার হয়, শাস্তিও হয়।”
যুদ্ধের নামে ফিলিস্তিনিদের জিম্মি করা সমীচীন নয়: হামাস ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে লড়াই নিয়ে তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ সবসময়ই যুদ্ধ ও হত্যাকা-ের বিপক্ষে। যুদ্ধের নামে ফিলিস্তিনের সাধারণ মানুষকে জিম্মি করা কখনো সমীচীন নয়। এটি যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনেরও পরিপন্থী। “পৃথিবীর যেখানেই হোক, বাংলাদেশ সংঘাতের বিপক্ষে। আমরা সংঘাতময় পৃথিবী চাই না। আমরা শান্তি চাই। ফিলিস্তিন অঞ্চলে আজ বহু বছর ধরে দশকের পর দশক ধরে সংঘাত চলছে এবং ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জাতিসংঘের বক্তৃতায় ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। আমাদের সরকার সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং অনেক সময় আমরা সাহায্য সহযোগিতাও করেছি।” তথ্যমন্ত্রী বলেন, “সেখানে যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে ফিলিস্তিন বা ইসরাইল যেখানেই হোক, সাধারণ মানুষের হত্যাকা- আমরা সমর্থন করি না। এবং যুদ্ধের নামে গাজা স্ট্রিপে খাদ্য, পানিসহ সমস্ত কিছু সরবরাহ বন্ধ করে ফিলিস্তিনিদের যেভাবে জিম্মি করা হয়েছে, সেটি কখনো সমর্থনযোগ্য নয়।” এর আগে অর্জন প্রকাশন প্রকাশিত ‘বঙ্গবন্ধু সংকলন’ ও অনার্য প্রকাশনী প্রকাশিত ‘সুন্দরবনের পেশাজীবী সম্প্রদায়ের সমাজ ও সংস্কৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।