ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

খালেদার গ্যাটকো মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ

  • আপডেট সময় : ১২:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আগামী ২৪ জুলাই আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন আদালত।
গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে এই শুনানি শেষ হয়। এদিন খালেদা জিয়া আদালতে উপস্থিত না থাকলেও তার পক্ষে আইনজীবী হাজিরা দেন। এছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দুদকের হয়ে চার্জশুনানি করেন প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। খালেদা জিয়ার অপর আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেওয়া হয়। এর কারণে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়।
২০০৮ সালের ১৩ মে এ মামলার তদন্ত শেষে দুদকের তৎকালীন উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম কে আনোয়ার, এম শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন।

এ মামলায় বাকি আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রয়াত মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব, সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী ও এ এস এম শাহাদত হোসেন, সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন, সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ ও লুৎফুল কবীর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদার গ্যাটকো মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ

আপডেট সময় : ১২:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আগামী ২৪ জুলাই আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন আদালত।
গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে এই শুনানি শেষ হয়। এদিন খালেদা জিয়া আদালতে উপস্থিত না থাকলেও তার পক্ষে আইনজীবী হাজিরা দেন। এছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দুদকের হয়ে চার্জশুনানি করেন প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। খালেদা জিয়ার অপর আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেওয়া হয়। এর কারণে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়।
২০০৮ সালের ১৩ মে এ মামলার তদন্ত শেষে দুদকের তৎকালীন উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম কে আনোয়ার, এম শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন।

এ মামলায় বাকি আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রয়াত মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব, সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী ও এ এস এম শাহাদত হোসেন, সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন, সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ ও লুৎফুল কবীর।