ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

খারকিভের কেন্দ্রস্থলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট সময় : ০১:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্র ফ্রিডম স্কয়ারে এ হামলা হয়। সেখানকার সরকারি কার্যালয়গুলো এ হামলার লক্ষ্যবস্তু ছিল বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আঞ্চলিক প্রশাসনিক ভবনের সামনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। প্রচ- বিস্ফোরণের কারণে আশপাশের বিভিন্ন ভবনের জানালা ও গাড়ি উড়ে গেছে।
হামলার পর ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্রে পুড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসস্তূপ পড়ে আছে। স্থানীয় সময় আজ সকাল আটটার দিকে এ হামলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা যাচাই করেছে বিবিসি।
খারকিভে ১৬ লাখ মানুষের বসবাস। কয়েক দিন ধরেই শহরটিতে ইউক্রেনীয় ও রুশ সেনাদের মধ্যে সংঘর্ষ ও বিমান হামলা চলছে। আজ খারকিভের আঞ্চলিক প্রধান ওলে সিনেহুবভ অভিযোগ করেছেন, রুশ বাহিনী আবাসিক এলাকা লক্ষ্য করে গ্র্যাড ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এটি ট্রাকে স্থাপিত এমন একধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা একসঙ্গে অনেকগুলো গোলা ছুড়তে সক্ষম।
এদিকে রয়েল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের স্থলযুদ্ধ ও সামরিক বিজ্ঞানসংক্রান্ত গবেষক জ্যাক ওয়াটলিং বলেন, ইউক্রেনের ভেতরে নিজেদের সেনা উপস্থিতি ৪০ থেকে বাড়িয়ে প্রায় ৭৫ শতাংশ করেছে রাশিয়া।
বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে তিনি বলেন, রুশ সেনাদের বিশাল একটি অংশ বেলারুশ থেকে দক্ষিণের দিকে এগোচ্ছে। কিয়েভে অভিযান চালানোর মতো করে অবস্থান নিচ্ছে তারা।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করেছে, কিয়েভের উত্তরে সেনা সমাবেশ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। সেখানে রুশ সেনাবাহিনীর প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি বহর জড়ো হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার স্যাটেলাইটে এমন চিত্র ধরা পড়েছে বলে দাবি করেছে মাক্সার। এর এক দিন আগে বলা হয়েছিল, রুশ সেনাবহরটি ১৭ মাইল দীর্ঘ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

খারকিভের কেন্দ্রস্থলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০১:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্র ফ্রিডম স্কয়ারে এ হামলা হয়। সেখানকার সরকারি কার্যালয়গুলো এ হামলার লক্ষ্যবস্তু ছিল বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আঞ্চলিক প্রশাসনিক ভবনের সামনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। প্রচ- বিস্ফোরণের কারণে আশপাশের বিভিন্ন ভবনের জানালা ও গাড়ি উড়ে গেছে।
হামলার পর ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্রে পুড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসস্তূপ পড়ে আছে। স্থানীয় সময় আজ সকাল আটটার দিকে এ হামলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা যাচাই করেছে বিবিসি।
খারকিভে ১৬ লাখ মানুষের বসবাস। কয়েক দিন ধরেই শহরটিতে ইউক্রেনীয় ও রুশ সেনাদের মধ্যে সংঘর্ষ ও বিমান হামলা চলছে। আজ খারকিভের আঞ্চলিক প্রধান ওলে সিনেহুবভ অভিযোগ করেছেন, রুশ বাহিনী আবাসিক এলাকা লক্ষ্য করে গ্র্যাড ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এটি ট্রাকে স্থাপিত এমন একধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা একসঙ্গে অনেকগুলো গোলা ছুড়তে সক্ষম।
এদিকে রয়েল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের স্থলযুদ্ধ ও সামরিক বিজ্ঞানসংক্রান্ত গবেষক জ্যাক ওয়াটলিং বলেন, ইউক্রেনের ভেতরে নিজেদের সেনা উপস্থিতি ৪০ থেকে বাড়িয়ে প্রায় ৭৫ শতাংশ করেছে রাশিয়া।
বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে তিনি বলেন, রুশ সেনাদের বিশাল একটি অংশ বেলারুশ থেকে দক্ষিণের দিকে এগোচ্ছে। কিয়েভে অভিযান চালানোর মতো করে অবস্থান নিচ্ছে তারা।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করেছে, কিয়েভের উত্তরে সেনা সমাবেশ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। সেখানে রুশ সেনাবাহিনীর প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি বহর জড়ো হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার স্যাটেলাইটে এমন চিত্র ধরা পড়েছে বলে দাবি করেছে মাক্সার। এর এক দিন আগে বলা হয়েছিল, রুশ সেনাবহরটি ১৭ মাইল দীর্ঘ।