ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

খাবারে কাপড়ের রঙ, জরিমানা গুনতে হলো লাখ টাকা

  • আপডেট সময় : ০১:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কাপড়ে ব্যবহৃত রঙ ফুড গ্রেড বলে বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা এবং বিদেশি ওষুধ অবৈধভাবে বিক্রির উদ্দেশে সংরক্ষণের অপরাধে মোট ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।
গতকাল রোববার গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানটি পরিচালনা করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এবং মো. হাসানুজ্জামান। অভিযান পরিচালনাকালে কাপড়ে ব্যবহৃত রঙ ফুড গ্রেড বলে বিক্রি করার অপরাধে মা জেনারেল স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৯ কেজি কাপড়ে ব্যবহৃত রঙ জব্দ করা হয়। একই এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রিমন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঢাকা মহানগরীর উত্তরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করার অপরাধে ফাল্গুনী রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা এবং একই এলাকার আয়েশা ফার্মাকে বিদেশি ওষুধ অবৈধভাবে বিক্রির উদ্দেশে সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে ডে-কেয়ার কেন্দ্র স্থাপনের নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

খাবারে কাপড়ের রঙ, জরিমানা গুনতে হলো লাখ টাকা

আপডেট সময় : ০১:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : কাপড়ে ব্যবহৃত রঙ ফুড গ্রেড বলে বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা এবং বিদেশি ওষুধ অবৈধভাবে বিক্রির উদ্দেশে সংরক্ষণের অপরাধে মোট ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।
গতকাল রোববার গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানটি পরিচালনা করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এবং মো. হাসানুজ্জামান। অভিযান পরিচালনাকালে কাপড়ে ব্যবহৃত রঙ ফুড গ্রেড বলে বিক্রি করার অপরাধে মা জেনারেল স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৯ কেজি কাপড়ে ব্যবহৃত রঙ জব্দ করা হয়। একই এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রিমন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঢাকা মহানগরীর উত্তরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করার অপরাধে ফাল্গুনী রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা এবং একই এলাকার আয়েশা ফার্মাকে বিদেশি ওষুধ অবৈধভাবে বিক্রির উদ্দেশে সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।