ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

খানেদের বিপরীতে কাজ করা ‘অদ্ভুত’ : জাহ্নবী

  • আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডে পা রেখে অনেক অভিনেত্রীরই লক্ষ্য থাকে তিন খান অর্থাৎ শাহরুখ-আমির-সলমনের নায়িকা হওয়ার। শ্রীদেবীকন্যা জাহ্নবী কপূরেরও কি তেমনই বাসনা? জাহ্নবী অবশ্য বিষয়টি নিয়ে দোলাচলে। পঞ্চাশোর্ধ্ব নায়কদের সঙ্গে তাঁকে কেমন মানাবে ঠিক বুঝে উঠতে পারছেন না। সংশয় নিয়ে বললেন, ‘‘অবশ্যই খানেদের বিপরীতে অভিনয় করতে ভাল লাগবে আমার। কিন্তু তাঁরা সবাই বড় তারকা। কোথায় আমি আর কোথায় তাঁরা! এটা অদ্ভুত দেখাবে।’’বরং, জাহ্নবীর মন জুড়ে অন্য দুই নায়ক। নিজেই প্রকাশ করলেন সে কথা। পর্দায় বরুণ ধবন এবং রণবীর কপূরের বিপরীতে তাঁকে ভাল মানাবে, সে কথাই আলগোছে বললেন। আরও বললেন, আলিয়া ভট্ট তাঁর অনুপ্রেরণা। তাঁকে প্রতিনিয়ত মেসেজ করে বিব্রত করেন বলেও এর আগে এক সাক্ষাৎকারে ‘দুঃখের সঙ্গে’ জানিয়েছেন জাহ্নবী। আলিয়ার সঙ্গেও একই ছবিতে কাজ করার ইচ্ছে তাঁর প্রবল। বলেছিলেন, ‘‘আলিয়ার সঙ্গে অভিনয়ের সুযোগ পেতে আমি মানুষ খুন করতে পারি!’’জাহ্নবীর অভিনীত সদ্য মুক্তি পাওয়া ছবি ‘গুড লাক জেরি’ ইতিমধ্যেই ডিজিটাল মঞ্চে এসে গিয়েছে। নীতেশ তিওয়ারির ‘বাওয়াল’-এর শ্যুটিংও শেষ করেছেন তিনি। যাতে সত্যিই বরুণ ধবন রয়েছেন তাঁর বিপরীতে। পরবর্তী ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-র প্রস্তুতি নিচ্ছেন ২৫ বছরের জাহ্নবী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

খানেদের বিপরীতে কাজ করা ‘অদ্ভুত’ : জাহ্নবী

আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডে পা রেখে অনেক অভিনেত্রীরই লক্ষ্য থাকে তিন খান অর্থাৎ শাহরুখ-আমির-সলমনের নায়িকা হওয়ার। শ্রীদেবীকন্যা জাহ্নবী কপূরেরও কি তেমনই বাসনা? জাহ্নবী অবশ্য বিষয়টি নিয়ে দোলাচলে। পঞ্চাশোর্ধ্ব নায়কদের সঙ্গে তাঁকে কেমন মানাবে ঠিক বুঝে উঠতে পারছেন না। সংশয় নিয়ে বললেন, ‘‘অবশ্যই খানেদের বিপরীতে অভিনয় করতে ভাল লাগবে আমার। কিন্তু তাঁরা সবাই বড় তারকা। কোথায় আমি আর কোথায় তাঁরা! এটা অদ্ভুত দেখাবে।’’বরং, জাহ্নবীর মন জুড়ে অন্য দুই নায়ক। নিজেই প্রকাশ করলেন সে কথা। পর্দায় বরুণ ধবন এবং রণবীর কপূরের বিপরীতে তাঁকে ভাল মানাবে, সে কথাই আলগোছে বললেন। আরও বললেন, আলিয়া ভট্ট তাঁর অনুপ্রেরণা। তাঁকে প্রতিনিয়ত মেসেজ করে বিব্রত করেন বলেও এর আগে এক সাক্ষাৎকারে ‘দুঃখের সঙ্গে’ জানিয়েছেন জাহ্নবী। আলিয়ার সঙ্গেও একই ছবিতে কাজ করার ইচ্ছে তাঁর প্রবল। বলেছিলেন, ‘‘আলিয়ার সঙ্গে অভিনয়ের সুযোগ পেতে আমি মানুষ খুন করতে পারি!’’জাহ্নবীর অভিনীত সদ্য মুক্তি পাওয়া ছবি ‘গুড লাক জেরি’ ইতিমধ্যেই ডিজিটাল মঞ্চে এসে গিয়েছে। নীতেশ তিওয়ারির ‘বাওয়াল’-এর শ্যুটিংও শেষ করেছেন তিনি। যাতে সত্যিই বরুণ ধবন রয়েছেন তাঁর বিপরীতে। পরবর্তী ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-র প্রস্তুতি নিচ্ছেন ২৫ বছরের জাহ্নবী।