আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতের কারণে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের ১ কোটি ৪০ লাখ মানুষ খাদ্য সংকটে জানিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। ফলে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে দেশটিতে। বিশ্ব খাদ্য কর্মসূচি- ডব্লিউএফপি’র কান্ট্রি পরিচালক মেরি এলেন ম্যাকগ্রোয়ের্টি বলেন, তালেবান আফগানিস্তানে ক্ষমতায় বসায় দেশটিতে দুর্ভিক্ষের সম্মুখীন। ইতোমধ্যে লাখ লাখ মানুষ খাদ্যে সংকটে পড়েছে।
সংবাদিকদের ভিডিও বার্তায় আরও জানান, গত তিন বছরের মধ্যে আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো খরা দেখা দিয়েছে, এছাড়া করোনাভাইরাস সামাজিক এবং অর্থনীতিকে ভয়াবহ বিপর্যের দিকে ঠেলে দিয়েছে।
দেশটিতে ৪০ শতাংশের বেশি ফসল নষ্ট হয়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ আফগান। এর মধ্যে সরকারের পতন ঘটেছে। গত একমাসেরও বেশি সময় ধরে আফগান বাহিনী এবং তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হয়। এতে অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন।
খাদ্য সংকটে ১ কোটি ৪০ লাখ আফগান ঃ জাতিসংঘ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ