ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

খাদের কিনারে দাঁড়িয়ে, তবু প্লে-অফের আশা ছাড়ছে না কেকেআর

  • আপডেট সময় : ০৫:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ঝড়-বৃষ্টিতে ভেস্তে গেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং পাঞ্জাব কিংসের মধ্যকার আইপিএল ম্যাচ। শনিবারের খেলা বাতিল হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে। তবে এই ফল কেকেআরের জন্য চাপ বাড়িয়েছে। ৯টি ম্যাচ শেষে আজিঙ্কা রাহানে নেতৃত্বাধীন দলটির সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। বর্তমানে তারা পয়েন্ট টেবলের সপ্তম স্থানে রয়েছে। তবুও প্লে-অফে যাওয়ার স্বপ্ন এখনো দেখছেন দলটির খেলোয়াড়রা। ম্যাচ বাতিলের পর কেকেআরের পেসার বৈভব অরোরা সাংবাদিকদের বলেন, “প্লে-অফের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি।

বাকি পাঁচ ম্যাচে জয় পেলে আমরা সর্বোচ্চ ১৭ পয়েন্ট পেতে পারি। এই এক পয়েন্টও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। “ তিনি আরও যোগ করেন, “পরের ম্যাচগুলোতে জিততে সর্বাত্মক চেষ্টা করব। কে জানে, এই একটি পয়েন্টই হয়তো প্লে-অফের দরজা খুলে দেবে!”

গত মৌসুমের চ্যাম্পিয়ন কেকেআরকে এখন বাকি পাঁচ ম্যাচেই জয়লাভ করতে হবে। সর্বোচ্চ ১৭ পয়েন্ট নিয়ে তারা প্লে-অফের দৌড়ে টিকে থাকার চেষ্টা চালাবে। তবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর পারফরম্যান্স এবং নেট রান রেটও ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইপিএলের বর্তমান পরিস্থিতিতে শীর্ষ চার দলের মধ্যে প্রতিযোগিতা তীব্র। পাঞ্জাব, মুম্বাই ও লখনউর মতো দলগুলোর সঙ্গে পয়েন্টের ব্যবধান সামান্য হওয়ায় কেকেআরের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন। বিশেষজ্ঞদের মতে, কেবল জয়ই নয়, বড় ব্যবধানে জয়লাভ করে নেট রান রেট বাড়ানোও তাদের জন্য জরুরি। কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচটি হবে ১৫ মে, রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচে জয়লাভ করলে প্লে-অফের আশা কিছুটা হলও উজ্জ্বল হবে দলটির।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

খাদের কিনারে দাঁড়িয়ে, তবু প্লে-অফের আশা ছাড়ছে না কেকেআর

আপডেট সময় : ০৫:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: ঝড়-বৃষ্টিতে ভেস্তে গেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং পাঞ্জাব কিংসের মধ্যকার আইপিএল ম্যাচ। শনিবারের খেলা বাতিল হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে। তবে এই ফল কেকেআরের জন্য চাপ বাড়িয়েছে। ৯টি ম্যাচ শেষে আজিঙ্কা রাহানে নেতৃত্বাধীন দলটির সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। বর্তমানে তারা পয়েন্ট টেবলের সপ্তম স্থানে রয়েছে। তবুও প্লে-অফে যাওয়ার স্বপ্ন এখনো দেখছেন দলটির খেলোয়াড়রা। ম্যাচ বাতিলের পর কেকেআরের পেসার বৈভব অরোরা সাংবাদিকদের বলেন, “প্লে-অফের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি।

বাকি পাঁচ ম্যাচে জয় পেলে আমরা সর্বোচ্চ ১৭ পয়েন্ট পেতে পারি। এই এক পয়েন্টও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। “ তিনি আরও যোগ করেন, “পরের ম্যাচগুলোতে জিততে সর্বাত্মক চেষ্টা করব। কে জানে, এই একটি পয়েন্টই হয়তো প্লে-অফের দরজা খুলে দেবে!”

গত মৌসুমের চ্যাম্পিয়ন কেকেআরকে এখন বাকি পাঁচ ম্যাচেই জয়লাভ করতে হবে। সর্বোচ্চ ১৭ পয়েন্ট নিয়ে তারা প্লে-অফের দৌড়ে টিকে থাকার চেষ্টা চালাবে। তবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর পারফরম্যান্স এবং নেট রান রেটও ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইপিএলের বর্তমান পরিস্থিতিতে শীর্ষ চার দলের মধ্যে প্রতিযোগিতা তীব্র। পাঞ্জাব, মুম্বাই ও লখনউর মতো দলগুলোর সঙ্গে পয়েন্টের ব্যবধান সামান্য হওয়ায় কেকেআরের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন। বিশেষজ্ঞদের মতে, কেবল জয়ই নয়, বড় ব্যবধানে জয়লাভ করে নেট রান রেট বাড়ানোও তাদের জন্য জরুরি। কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচটি হবে ১৫ মে, রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচে জয়লাভ করলে প্লে-অফের আশা কিছুটা হলও উজ্জ্বল হবে দলটির।