ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

  • আপডেট সময় : ১২:০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে ‘জুম্ম ছাত্র জনতা’র অবরোধ প্রত্যাহারের একদিন পরে ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশনা জারি করেছে প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো নোটিশে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

গুইমারা উপজেলার নির্বাহী অফিসার আইরিন আক্তার স্বাক্ষরিত এক পত্রে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১৪৪ ধারা ৫ অক্টোবর (রোববার) ভোর ৫টা থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার একই দিন শুরু হওয়া খাগড়াছড়ি সদর উপজেলার পৌর ও আশেপাশের এলাকার ১৪৪ ধারা রোববার ভোর ৬টা থেকে প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে শুক্রবার জুম্ম ছাত্র জনতা তাদের ৫ অক্টোবর পর্যন্ত শিথিল করা অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল।

এসব তথ্য নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল।

উল্লেখ্য, খাগড়াছড়ি শহরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীরক ধর্ষণের অভিযোগে প্রায় দুই সপ্তাহ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে জুম্ম ছাত্র জনতা। এই কর্মসূচিতে তিন জনের মৃত্যু ঘটে।

এসি/আপ্র/০৪/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

আপডেট সময় : ১২:০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে ‘জুম্ম ছাত্র জনতা’র অবরোধ প্রত্যাহারের একদিন পরে ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশনা জারি করেছে প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো নোটিশে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

গুইমারা উপজেলার নির্বাহী অফিসার আইরিন আক্তার স্বাক্ষরিত এক পত্রে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১৪৪ ধারা ৫ অক্টোবর (রোববার) ভোর ৫টা থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার একই দিন শুরু হওয়া খাগড়াছড়ি সদর উপজেলার পৌর ও আশেপাশের এলাকার ১৪৪ ধারা রোববার ভোর ৬টা থেকে প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে শুক্রবার জুম্ম ছাত্র জনতা তাদের ৫ অক্টোবর পর্যন্ত শিথিল করা অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল।

এসব তথ্য নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল।

উল্লেখ্য, খাগড়াছড়ি শহরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীরক ধর্ষণের অভিযোগে প্রায় দুই সপ্তাহ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে জুম্ম ছাত্র জনতা। এই কর্মসূচিতে তিন জনের মৃত্যু ঘটে।

এসি/আপ্র/০৪/১০/২০২৫