ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

খল চরিত্রে পর্দায় আসছেন মিথিলা

  • আপডেট সময় : ১২:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ‘মনপুরা’ খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের আগামী ছবি ‘কাজল রেখা’র সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। গণমাধ্যমকে এ খবর তিনিই নিশ্চিত করেছেন। এও জানিয়েছেন, এ ছবিতে প্রথমবারের মতো তাকে খল নায়িকার চরিত্রে দেখা যাবে। কিন্তু নায়িকা থেকে হঠাৎ খল নায়িকা কেন? এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এমন চরিত্রে আগে কখনও কাজ করিনি। সে জন্যই রাজি হয়েছি। আরও একটি বিষয়, গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম ছবি হতে যাচ্ছে। সেটাও একটা ভালো লাগার বিষয়।’
‘কাজল রেখা’য় কঙ্কন দাসীর চরিত্রে দেখা যাবে মিথিলাকে। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘এটা ১৬০০ খ্রিষ্টাব্দের রূপকথা। যেখানে কঙ্কন দাসী অত্যন্ত পাওয়ারফুল এক চরিত্র। খুবই বুদ্ধিমতী, কিছুটা উচ্চাকাঙ্ক্ষী। চরিত্রটি পর্দা ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আপাতত চিত্রনাট্য নিয়ে ডুবে আছি।’ তবে এখনই ‘কাজল রেখা’র ইউনিটে যুক্ত হচ্ছেন না মিথিলা। বর্তমানে বাংলাদেশে থাকলেও ছবির চিত্রনাট্য পড়ে খুব শিগগির তিনি চলে যাবেন শ্বশুরবাড়ি কলকাতায়। সেখানে তার দুটি ছবির কাজ রয়েছে। ফিরবেন গিয়াসউদ্দিন সেলিমের শুটিং সিগন্যাল পেলে। এদিকে, ‘কাজ রেখা’য় নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন নবাগতা মন্দিরা চক্রবর্তী। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে। যিনি কিছুদিন আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করেছেন। সেটি এখন রয়েছে মুক্তির অপেক্ষায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

খল চরিত্রে পর্দায় আসছেন মিথিলা

আপডেট সময় : ১২:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

বিনোদন প্রতিবেদক : ‘মনপুরা’ খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের আগামী ছবি ‘কাজল রেখা’র সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। গণমাধ্যমকে এ খবর তিনিই নিশ্চিত করেছেন। এও জানিয়েছেন, এ ছবিতে প্রথমবারের মতো তাকে খল নায়িকার চরিত্রে দেখা যাবে। কিন্তু নায়িকা থেকে হঠাৎ খল নায়িকা কেন? এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এমন চরিত্রে আগে কখনও কাজ করিনি। সে জন্যই রাজি হয়েছি। আরও একটি বিষয়, গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম ছবি হতে যাচ্ছে। সেটাও একটা ভালো লাগার বিষয়।’
‘কাজল রেখা’য় কঙ্কন দাসীর চরিত্রে দেখা যাবে মিথিলাকে। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘এটা ১৬০০ খ্রিষ্টাব্দের রূপকথা। যেখানে কঙ্কন দাসী অত্যন্ত পাওয়ারফুল এক চরিত্র। খুবই বুদ্ধিমতী, কিছুটা উচ্চাকাঙ্ক্ষী। চরিত্রটি পর্দা ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আপাতত চিত্রনাট্য নিয়ে ডুবে আছি।’ তবে এখনই ‘কাজল রেখা’র ইউনিটে যুক্ত হচ্ছেন না মিথিলা। বর্তমানে বাংলাদেশে থাকলেও ছবির চিত্রনাট্য পড়ে খুব শিগগির তিনি চলে যাবেন শ্বশুরবাড়ি কলকাতায়। সেখানে তার দুটি ছবির কাজ রয়েছে। ফিরবেন গিয়াসউদ্দিন সেলিমের শুটিং সিগন্যাল পেলে। এদিকে, ‘কাজ রেখা’য় নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন নবাগতা মন্দিরা চক্রবর্তী। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে। যিনি কিছুদিন আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করেছেন। সেটি এখন রয়েছে মুক্তির অপেক্ষায়।