ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

কয়লা সংকটে লেবাননে ব্ল্যাকআউট, অন্ধকারে ৬০ লাখ মানুষ!

  • আপডেট সময় : ১১:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে লেবাননের সব থেকে বড় দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ফলে অন্ধকার নেমে এসেছে গোটা দেশের ওপর। বিদ্যুতের অভাবে আরও সংকটের মুখে দেশটি। এমনিতেই অর্থনৈতিকভাবে লেবাননের অবস্থা টালমাটাল। এ পরিস্থিতিতে বিদ্যুতের অভাবে মধ্য প্রাচ্যের এ দেশের ৬০ লাখ মানুষের ওপর নেমে এসেছে অন্ধকার।
সরকারি বিদ্যুৎ কোম্পানি সেনাবাহিনীর রিজার্ভ তেল ব্যবহার করে সাময়িকভাবে বিদ্যুৎ কেন্দ্র চালু করতে পারলেও এই সমাধানসূত্র দীর্ঘস্থায়ী নয় বলে জানিয়েছে সেদেশের সরকার। লেবানন সরকারের বক্তব্য, কয়লার আমদানি না হলে, সোমবার পর্যন্ত এ দুর্যোগ চলতে থাকবে।
উল্লেখ্য, লেবাননের সবথেকে বড় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা জাহরানি এবং ডেইর আম্মার। এ দুই সংস্থার উৎপাদন কেন্দ্রগুলো দেশের ৪০ শতাংশ বিদ্যুতের চাহিদা মেটায়। এই আবহে ভয়ঙ্কর বিদ্যুৎ সংকটের মুখোমুখি লেবানন। এর আগে শুক্রবার জ্বালানি সংকটের কারণে দেইর আম্মার কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। শনিবার জাহরানি কেন্দ্রটিও বন্ধ হয়ে যায় একই কারণে। এদিকে অর্থনৈতিক সংকটের কারণে লেবাননের আমদানি করা জ্বালানি তেল ইতোমধ্যে শেষ হওয়ার পথে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কয়লা সংকটে লেবাননে ব্ল্যাকআউট, অন্ধকারে ৬০ লাখ মানুষ!

আপডেট সময় : ১১:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে লেবাননের সব থেকে বড় দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ফলে অন্ধকার নেমে এসেছে গোটা দেশের ওপর। বিদ্যুতের অভাবে আরও সংকটের মুখে দেশটি। এমনিতেই অর্থনৈতিকভাবে লেবাননের অবস্থা টালমাটাল। এ পরিস্থিতিতে বিদ্যুতের অভাবে মধ্য প্রাচ্যের এ দেশের ৬০ লাখ মানুষের ওপর নেমে এসেছে অন্ধকার।
সরকারি বিদ্যুৎ কোম্পানি সেনাবাহিনীর রিজার্ভ তেল ব্যবহার করে সাময়িকভাবে বিদ্যুৎ কেন্দ্র চালু করতে পারলেও এই সমাধানসূত্র দীর্ঘস্থায়ী নয় বলে জানিয়েছে সেদেশের সরকার। লেবানন সরকারের বক্তব্য, কয়লার আমদানি না হলে, সোমবার পর্যন্ত এ দুর্যোগ চলতে থাকবে।
উল্লেখ্য, লেবাননের সবথেকে বড় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা জাহরানি এবং ডেইর আম্মার। এ দুই সংস্থার উৎপাদন কেন্দ্রগুলো দেশের ৪০ শতাংশ বিদ্যুতের চাহিদা মেটায়। এই আবহে ভয়ঙ্কর বিদ্যুৎ সংকটের মুখোমুখি লেবানন। এর আগে শুক্রবার জ্বালানি সংকটের কারণে দেইর আম্মার কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। শনিবার জাহরানি কেন্দ্রটিও বন্ধ হয়ে যায় একই কারণে। এদিকে অর্থনৈতিক সংকটের কারণে লেবাননের আমদানি করা জ্বালানি তেল ইতোমধ্যে শেষ হওয়ার পথে।