আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার (২৫ জানুয়ারি) এই পরীক্ষা হয়েছে বলে রোববার দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম কেসিএনএ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কেসিএনএ-এর ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে ওই পরীক্ষার তদারকিতে ছিলেন। মিসাইলটিকে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থার অংশ হিসেবে উল্লেখ করেছে তারা।
ওই প্রতিবেদনে দাবি করা হয়, পানির নিচ থেকে ভূমিতে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি। গতকালের পরীক্ষার সময় এটি প্রায় ৭৫০৭ থেকে ৭৫১১ সেকেন্ড উড্ডয়ন সম্পন্ন করে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
এদিকে, রোববার প্রকাশিত পৃথক এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অঙ্গীকার করেছে যে, ওয়াশিংটন যতদিন পর্যন্ত পিয়ংইয়ংয়ের সার্বভৌমত্বে বাগড়া দেবে ততদিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিতে পিছপা হবে না উত্তর কোরিয়া।
কেসিএনএ-তে প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা বলা হয়, আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া পরিচালনা দায়ী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের প্রেক্ষাপটেই এই বিবৃতি দেওয়া হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি আবারও কিমের সঙ্গে যোগাযোগ করবেন, যেহেতু তার প্রথম মেয়াদে দুপক্ষের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে উঠেছিল।
এদিকে, কিম জং উন বলেছেন, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা ধীরে ধীরে নিখুঁত হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভবিষ্যতে সামরিক শক্তিকে আরও উন্নত করার মাধ্যমে টেকসই ও দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কেসিএনএ-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সামরিক সক্ষমতা দৃঢ় করার প্রচেষ্টা চালিয়ে যাবে উত্তর কোরিয়া। কিম জং উন সে বিষয়ে তার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ শনিবার জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টায় উত্তর কোরিয়া তাদের অভ্যন্তরীণ এলাকা থেকে পশ্চিম উপকূলীয় জলসীমায় একাধিক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে।
কেসিএনএ-এর প্রতিবেদনে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের অংশ, যা আঞ্চলিক নিরাপত্তার পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
এ মাসের শুরুতে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, নতুন একটি মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) পরীক্ষা সফল হয়েছে। ওই উৎক্ষেপণ নিজে তত্ত্বাবধান করেছেন কিম জং উন।