ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ক্ষমতায় যেতে চাইলে ভোটে আসেন, বিএনপিকে মায়া

  • আপডেট সময় : ০২:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ষড়যন্ত্র ছেড়ে বিএনপিকে নির্বাচনে আশার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ক্ষমতায় যেতে চাইলে ভোটে আসেন। জনগণ ভোট দিলে আমরা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেবো।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর দক্ষিণ মৎস্যজীবী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মায়া এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচনে না এসে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবেন! ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসবেন! বিদেশি প্রভুদের মদত নিয়ে ক্ষমতায় আসবেন! এসব চিন্তা ভুলে যান। এগুলো আর বাংলাদেশে হবে না। সেই দিন অনেক আগেই চলে গেছে। কোথায় কী হলো তা দেখে খুশি হওয়ার কারণ নেই। বাংলাদেশের মানুষ জানে কাকে কীভাবে শায়েস্তা করতে হয়।
মায়া বলেন, তৃণমূলের নেতাকর্মীরা এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে। শেখ হাসিনাকে ভালোবেসে। তারা জানেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ শান্তিতে থাকে, মানুষ পেটভরে খেতে পারে, দেশের আশ্রয়হীন মানুষ আশ্রয় পান।
আল্লাহ শেখ হাসিনাকে আরো ১০০ বছর হায়াৎ দিতে দেশের মানুষ দোয়া চায় উল্লেখ করে মায়া বলেন, অথচ আজকে সেই সরকারকে বিএনপি-জামায়াত উৎখাত করতে চায়।
উপস্থিত মৎস্যজীবী লীগের নেতাদের উদ্দেশে মায়া বলেন, সামনে নির্বাচন। সবাইকে প্রস্তুত হতে হবে। ঘরে ঘরে যেতে হবে। নৌকায় ভোট দেয়ার জন্য মা বোনকে বোঝাতে হবে। মানুষ শেখ হাসিনার নৌকায় ভোট দেয়ার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। আমাদের শুধু তাদের দ্বারে দ্বারে যেতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার। সঞ্চালক ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী মুহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ন কবীর, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিউল আলম শফিক প্রমুখ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

ক্ষমতায় যেতে চাইলে ভোটে আসেন, বিএনপিকে মায়া

আপডেট সময় : ০২:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : ষড়যন্ত্র ছেড়ে বিএনপিকে নির্বাচনে আশার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ক্ষমতায় যেতে চাইলে ভোটে আসেন। জনগণ ভোট দিলে আমরা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেবো।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর দক্ষিণ মৎস্যজীবী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মায়া এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচনে না এসে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবেন! ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসবেন! বিদেশি প্রভুদের মদত নিয়ে ক্ষমতায় আসবেন! এসব চিন্তা ভুলে যান। এগুলো আর বাংলাদেশে হবে না। সেই দিন অনেক আগেই চলে গেছে। কোথায় কী হলো তা দেখে খুশি হওয়ার কারণ নেই। বাংলাদেশের মানুষ জানে কাকে কীভাবে শায়েস্তা করতে হয়।
মায়া বলেন, তৃণমূলের নেতাকর্মীরা এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে। শেখ হাসিনাকে ভালোবেসে। তারা জানেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ শান্তিতে থাকে, মানুষ পেটভরে খেতে পারে, দেশের আশ্রয়হীন মানুষ আশ্রয় পান।
আল্লাহ শেখ হাসিনাকে আরো ১০০ বছর হায়াৎ দিতে দেশের মানুষ দোয়া চায় উল্লেখ করে মায়া বলেন, অথচ আজকে সেই সরকারকে বিএনপি-জামায়াত উৎখাত করতে চায়।
উপস্থিত মৎস্যজীবী লীগের নেতাদের উদ্দেশে মায়া বলেন, সামনে নির্বাচন। সবাইকে প্রস্তুত হতে হবে। ঘরে ঘরে যেতে হবে। নৌকায় ভোট দেয়ার জন্য মা বোনকে বোঝাতে হবে। মানুষ শেখ হাসিনার নৌকায় ভোট দেয়ার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। আমাদের শুধু তাদের দ্বারে দ্বারে যেতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার। সঞ্চালক ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী মুহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ন কবীর, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিউল আলম শফিক প্রমুখ।