ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন: মেঘনা আলম

  • আপডেট সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন প্রতিবেদক: মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন  মেঘনা আলম এক ফেসবুক পোস্টে তিনি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রশাসন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

মেঘনা লিখেছেন, ‘এই দেশ এখন জালিমদের হাতে। প্রকৃত মানুষগুলো হয়ে গেছে নিপীড়নের শিকার।’

তার দাবি, ক্ষমতাসীন ও প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন।

তিনি আরো লেখেন, ‘আমাদের ইন্টেলিজেন্স, উপদেষ্টা এবং সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ঠেকাতে ব্যর্থ। নাটকীয়তা এতটাই দ্রুত ঘটে যে, রাতের আঁধারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধদের জেলে পাঠানো হয়।’

এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে নেওয়া হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ করে আসছেন।

পূর্বের অভিযোগে মেঘনা জানিয়েছিলেন, গ্রেপ্তারের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

তার দাবি, তিনি চক্রান্তের শিকার এবং মামলাটি সাজানো। তিনি দোষীদের বিচার দাবি করেছেন।

ওআ/আপ্র/২০/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন: মেঘনা আলম

আপডেট সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বিনোদন প্রতিবেদক: মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন  মেঘনা আলম এক ফেসবুক পোস্টে তিনি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রশাসন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

মেঘনা লিখেছেন, ‘এই দেশ এখন জালিমদের হাতে। প্রকৃত মানুষগুলো হয়ে গেছে নিপীড়নের শিকার।’

তার দাবি, ক্ষমতাসীন ও প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন।

তিনি আরো লেখেন, ‘আমাদের ইন্টেলিজেন্স, উপদেষ্টা এবং সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ঠেকাতে ব্যর্থ। নাটকীয়তা এতটাই দ্রুত ঘটে যে, রাতের আঁধারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধদের জেলে পাঠানো হয়।’

এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে নেওয়া হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ করে আসছেন।

পূর্বের অভিযোগে মেঘনা জানিয়েছিলেন, গ্রেপ্তারের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

তার দাবি, তিনি চক্রান্তের শিকার এবং মামলাটি সাজানো। তিনি দোষীদের বিচার দাবি করেছেন।

ওআ/আপ্র/২০/১০/২০২৫