মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে কাথুলি সড়কের পাশে ‘শহীদ আবু সাঈদ’ নামে একটি ক্লাবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে ৪ নম্বর ওয়ার্ড নতুনপাড়ায় এই ক্লাবের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। উদ্বোধনকালে মাসুদ অরুণ বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়েছে দেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। মানুষ আর স্বৈরাচারী হাসিনাকে চায় না। বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন, আওয়ামী লীগ সরকার এতো দুর্নীতি করেছে যে দেশে থাকতে পারছে না। এই সুযোগে যাতে বিএনপি নেতাকর্মীদের ভেতরে কোন্দল সৃষ্টি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

























