ক্রীড়া ডেস্ক: ধনী খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয়বারের মতো শীর্ষ স্থান ধরে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী ফুটবলার গত এক বছরে মোট আয় ২৬ কোটি ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩১৫০ কোটি টাকা। এর মাঝে আল নাসের থেকে পারিশ্রমিক বাবদ তিনি পেয়েছেন ২১ কোটি ৫০ লাখ ডলার। বাকি সাড়ে চার কোটি ডলার এসেছে বিভিন্ন স্পনসর থেকে। খেলাধুলার আর্থিক বিষয়ের সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’র জানায় এমনটি। রোনালদো টানা ৮ বছর ১০ কোটি ডলারের বেশ আয় করলেন। গত বছর তার আয় ছুঁয়েছিল ২০ কোটি ডলার। অভিষেকের পর এখন পর্যন্ত রোনালদোর মোট আয় ১৮০ কোটি ডলারেরও বেশি।
সর্বোচ্চ আয়ের দিক দিয়ে রোনালদোর পরেই আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিভেন কারি। তিনি আয় করেছেন ১৫.৩৮ কোটি ডলার। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংলিশ বক্সার টাইসন ফিউরি, তার আয় ছিল ১৪.৭০ কোটি ডলার। লিওনেল মেসি আছেন এই তালিকার চতুর্থ স্থানে। ইন্টার মিয়ামির হয়ে খেলা মেসি ২০২৪ সালে আয় করেছে ১৩.৫০ কোটি ডলার। তালিকার ছয় নম্বরে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলীয় ক্লাব সান্তোসে ফেরা নেইমার গতবছর ১৩ কোটি ৩০ লাখ ডলার আয় করে তালিকার ছয়ে। আল ইত্তিহাদের ফরাসি তারকা করিম বেনজেমা ১১ কোটি ৬০ লাখ ডলার আয় করে আটে এবং ১১ কোটি ডলার আয় করে নয়ে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।