ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ক্রিয়েটরদের জন্য পুরস্কার ঘোষণা করলো ইনস্টাগ্রাম

  • আপডেট সময় : ১০:৪৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ক্রিয়েটরদের জন্য বেশ বড় অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করছে ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটির টিকটক প্রতিদ্বন্দ্বী ‘রিল’-তে ভিডিও পোস্ট করার জন্য এমন পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণার আগেই জাকারবার্গ জানিয়েছিলেন, আগামী বছর তিনি ক্রিয়েটরদের জন্য এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রেখেছেন।
সংবাদ মাধ্যম ভার্জ জানায়, বিষয়টি বোঝা যাবে রিল-এ কী পরিমাণ ক্রিয়েটর এই অফারটি পেয়েছে। সেইসঙ্গে কী পরিমাণ ভিউ পেলে এই সর্বোচ্চ পুরস্কারটি পাওয়া যেতে পারে।
টেকক্র্যাঞ্চ জানায়, এটি পেতে হলে একটি ভিডিওতেই অন্তত ৫ কোটি ৮৩ লাখ ১০ হাজার ভিউ পেতে হবে। প্রশ্ন হলো, যাদের অনেক বড় অঙ্কের ফলোয়ার নেই, তাদের জন্য কেমন অফার রয়েছে? সংবাদ মাধ্যমটি জানায়, ৫২ হাজার ফলোয়ার রয়েছে— এমন একজন ক্রিয়েটরকে এক হাজার ডলার অফার করেছে। আবার অন্যরা ৬০০ থেকে ৮০০ ডলার পর্যন্ত অফারও পেয়েছে।
টেকক্র্যাঞ্চ আরও জানায়, ২৪ হাজার ফলোয়ার রয়েছে— এমন একজনকে সাড়ে আট হাজার ডলার অফার করেছে, তার ৯২ লাখ ৮০ হাজার ভিউ হওয়ার জন্য। ভার্জের একজন স্টাফকেও এমন অফার করেছে, যার ফলোয়ার রয়েছে ১৫ হাজার। সব মিলিয়ে অর্থের পরিমাণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও নিয়ম মানা হচ্ছে না বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। ইনস্টাগ্রাম জানায়, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর ওপর এখনও নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এদিকে ইউটিউব আর স্ন্যাপচ্যাটও ক্রিয়েটরদের ইনসেনটিভ অফার করেছে। আগস্টে সেরা ভিডিও’র জন্য ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে ইউটিউব। অপরদিকে, স্ন্যাপচ্যাট এক থেকে ২৫ হাজার ডলার পর্যন্ত বিভিন্ন পরিমাণে পুরস্কার ঘোষণা করেছে। এমন বোনাস স্কিম ঘোষণা দেওয়ার পেছনে দু’টো সম্ভাব্য কারণ থাকতে পারে বলে মন্তব্য করেছে ভার্জ। একটা কারণ হলো— মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম তাদের সম্পদ ক্রিয়েটরদের সঙ্গে শেয়ার করছে। তবে এটা গোপন করার কোনও সুযোগ নেই যে, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং স্ন্যাপচ্যাটের মূলত টিকটকের সঙ্গে পাল্লা দেওয়াটাই একটি অন্যতম কারণ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

ক্রিয়েটরদের জন্য পুরস্কার ঘোষণা করলো ইনস্টাগ্রাম

আপডেট সময় : ১০:৪৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : ক্রিয়েটরদের জন্য বেশ বড় অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করছে ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটির টিকটক প্রতিদ্বন্দ্বী ‘রিল’-তে ভিডিও পোস্ট করার জন্য এমন পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণার আগেই জাকারবার্গ জানিয়েছিলেন, আগামী বছর তিনি ক্রিয়েটরদের জন্য এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রেখেছেন।
সংবাদ মাধ্যম ভার্জ জানায়, বিষয়টি বোঝা যাবে রিল-এ কী পরিমাণ ক্রিয়েটর এই অফারটি পেয়েছে। সেইসঙ্গে কী পরিমাণ ভিউ পেলে এই সর্বোচ্চ পুরস্কারটি পাওয়া যেতে পারে।
টেকক্র্যাঞ্চ জানায়, এটি পেতে হলে একটি ভিডিওতেই অন্তত ৫ কোটি ৮৩ লাখ ১০ হাজার ভিউ পেতে হবে। প্রশ্ন হলো, যাদের অনেক বড় অঙ্কের ফলোয়ার নেই, তাদের জন্য কেমন অফার রয়েছে? সংবাদ মাধ্যমটি জানায়, ৫২ হাজার ফলোয়ার রয়েছে— এমন একজন ক্রিয়েটরকে এক হাজার ডলার অফার করেছে। আবার অন্যরা ৬০০ থেকে ৮০০ ডলার পর্যন্ত অফারও পেয়েছে।
টেকক্র্যাঞ্চ আরও জানায়, ২৪ হাজার ফলোয়ার রয়েছে— এমন একজনকে সাড়ে আট হাজার ডলার অফার করেছে, তার ৯২ লাখ ৮০ হাজার ভিউ হওয়ার জন্য। ভার্জের একজন স্টাফকেও এমন অফার করেছে, যার ফলোয়ার রয়েছে ১৫ হাজার। সব মিলিয়ে অর্থের পরিমাণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও নিয়ম মানা হচ্ছে না বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। ইনস্টাগ্রাম জানায়, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর ওপর এখনও নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এদিকে ইউটিউব আর স্ন্যাপচ্যাটও ক্রিয়েটরদের ইনসেনটিভ অফার করেছে। আগস্টে সেরা ভিডিও’র জন্য ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে ইউটিউব। অপরদিকে, স্ন্যাপচ্যাট এক থেকে ২৫ হাজার ডলার পর্যন্ত বিভিন্ন পরিমাণে পুরস্কার ঘোষণা করেছে। এমন বোনাস স্কিম ঘোষণা দেওয়ার পেছনে দু’টো সম্ভাব্য কারণ থাকতে পারে বলে মন্তব্য করেছে ভার্জ। একটা কারণ হলো— মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম তাদের সম্পদ ক্রিয়েটরদের সঙ্গে শেয়ার করছে। তবে এটা গোপন করার কোনও সুযোগ নেই যে, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং স্ন্যাপচ্যাটের মূলত টিকটকের সঙ্গে পাল্লা দেওয়াটাই একটি অন্যতম কারণ।