ময়মনসিংহ প্রতিনিধি : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষ। গতকাল রোববার বিকেলে ময়মনসিংহ নগরের ক্রীড়াপল্লিখ্যাত আবুল মনসুর সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে ক্রিকেটপ্রেমীরা ক্রিকেট বোর্ডকে হুঁশিয়ার করে বলেন, মাহমুদউল্লাহকে দলে অন্তর্ভুক্ত করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে অংশ নেওয়া ক্রিকেটপ্রেমীরা বলেন, মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ দলের একজন অভিজ্ঞ খেলোয়ার। তাঁর পারফরম্যান্স এখনো দলের যেকোনো খেলোয়াড়ের চেয়ে ভালো। বিশেষ করে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দলের জয়ে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশ্বকাপের মতো বড় আসরে বিশ্বের সব দলই যেখানে জ্যেষ্ঠ খেলোয়াড়দের মূল্যায়ন করে, সেখানে বাংলাদেশ দল গঠনে এই জ্যেষ্ঠ খেলোয়াড়কে অবমূল্যায়ন করা হয়েছে। এতে বাংলাদেশ দলের ক্ষতি হবে।
সমাবেশে বক্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সমালোচনা করে বলেন, তাঁরা খেলোয়াড়দের মেধা ও বর্তমান ফর্ম বিবেচনা করার চেয়ে ব্যক্তিপরিচয় বা ব্যক্তিগত সম্পর্ককে বিবেচনায় নিয়েছেন। যে কারণে হয়তো তাঁরা মাহমুদউল্লাহর মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বাদ দিয়ে অগুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে রেখেছেন। বক্তারা আরও বলেন, মাহমুদউল্লাহ শুধু ময়মনসিংহের মানুষ নন। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় তারকা। মাহমুদউল্লাহকে বিশ্বকাপের দলে না রাখায় সারা দেশের মানুষই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন।
ক্রিকেটপ্রেমীদের আয়োজনে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন অধিকারকর্মী আবুল কালাম আল আজাদ, বাউলশিল্পী মিজান বাউলা, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
ক্রিকেটার মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















