ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়ে যা বললেন সালাউদ্দিন

  • আপডেট সময় : ০৫:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে একটি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটির আসন্ন আসরে বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন দল পেয়েছেন। সব ঠিক থাকলে ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা। যদিও তিন টাইগার ক্রিকেটারের সেখানে খেলা নির্ভর করছে বিসিবির দেওয়া এনওসি’র ওপর।

আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। তবে ওই মাসেই বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। এমন অবস্থায় বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যা নির্ভর করছে বিসিবির ছাড়পত্র বা অনাপত্তিপত্রের (এনওসি) ওপর। যদিও বিসিবির কাছে এখন পর্যন্ত এনওসি’র জন্য আবেদন করেননি নাহিদ-লিটন-রিশাদরা।

তবে তাদের সুযোগ দেওয়া উচিৎ বলে মনে করেন টাইগার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন বলেছেন, ‘আমার মনে হয় তাদের সুযোগ আছে, তাদের সুযোগ দেওয়া দেশের ক্রিকেটের জন্য লাভ হবে। আফগানিস্তানের ক্রিকেটাররা কিন্তু বাইরে খেলে। (এরকম সুযোগ পেলে) একজন খেলোয়াড় হিসেবে আপনার উন্নতি হবে। নলেজটা বাড়বে, এই জিনিসটা খুব বেশি দরকার। নিজেকে বুঝতে পারবেন যে আপনি কতটা বড় প্লেয়ার।’

এদিকে, বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা ক্রিকেট নিয়ে কতটা ভাবেন ওই প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘এক একটা মানুষের একেক রকম স্টাইল। সাকিবকে দেখলে হয়তো মনে করতে পারেন সে ক্রিকেট নিয়ে চিন্তা করে না। কিন্তু আমি তো জানি সে কতটুকু চিন্তা করে। একেক জনের স্টাইল একেক রকম। মুশফিক অনেক পরিশ্রম করে, কষ্ট করে অনেক। মমিনুলের কথা যদি বলেন সেও একইভাবে চেষ্টা করে।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়ে যা বললেন সালাউদ্দিন

আপডেট সময় : ০৫:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে একটি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটির আসন্ন আসরে বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন দল পেয়েছেন। সব ঠিক থাকলে ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা। যদিও তিন টাইগার ক্রিকেটারের সেখানে খেলা নির্ভর করছে বিসিবির দেওয়া এনওসি’র ওপর।

আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। তবে ওই মাসেই বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। এমন অবস্থায় বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যা নির্ভর করছে বিসিবির ছাড়পত্র বা অনাপত্তিপত্রের (এনওসি) ওপর। যদিও বিসিবির কাছে এখন পর্যন্ত এনওসি’র জন্য আবেদন করেননি নাহিদ-লিটন-রিশাদরা।

তবে তাদের সুযোগ দেওয়া উচিৎ বলে মনে করেন টাইগার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন বলেছেন, ‘আমার মনে হয় তাদের সুযোগ আছে, তাদের সুযোগ দেওয়া দেশের ক্রিকেটের জন্য লাভ হবে। আফগানিস্তানের ক্রিকেটাররা কিন্তু বাইরে খেলে। (এরকম সুযোগ পেলে) একজন খেলোয়াড় হিসেবে আপনার উন্নতি হবে। নলেজটা বাড়বে, এই জিনিসটা খুব বেশি দরকার। নিজেকে বুঝতে পারবেন যে আপনি কতটা বড় প্লেয়ার।’

এদিকে, বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা ক্রিকেট নিয়ে কতটা ভাবেন ওই প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘এক একটা মানুষের একেক রকম স্টাইল। সাকিবকে দেখলে হয়তো মনে করতে পারেন সে ক্রিকেট নিয়ে চিন্তা করে না। কিন্তু আমি তো জানি সে কতটুকু চিন্তা করে। একেক জনের স্টাইল একেক রকম। মুশফিক অনেক পরিশ্রম করে, কষ্ট করে অনেক। মমিনুলের কথা যদি বলেন সেও একইভাবে চেষ্টা করে।’