ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ক্যাসেমিরোর জোড়া গোলে এফএ কাপে ম্যানইউর দুর্দান্ত জয়

  • আপডেট সময় : ০১:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদ থেকে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে আসা ক্যাসেমিরোর দারুণ সময় কাটছে। নিয়মিত গোল করানোর পাশাপাশি গোলও করে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। এফ এ কাপের চতুর্থ রাউন্ডে ক্যাসেমিরোর জোড়া গোলে ভর করে রিডিংকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। রেড ডেভিলসদের হয়ে অন্য গোলটিও করেন আরেক ব্রাজিলিয়ান ফ্রেড। এই ম্যাচেও শুরুতে গোল পেয়েছিলেন রাশফোর্ড। কিন্তু ভারে গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধে শুরু হয় ক্যাসেমিরোর ঝলক। অ্যান্টোনি থেকে ডি বক্সে বল পেয়ে আলতো শটে ৫৪ মিনিটে প্রথম গোলের দেখা পান ক্যাসেমিরো। ৪ মিনিট পর আবারও গোল দেন এই ব্রাজিলিয়ান। এবার সহায়তায় ফ্রেড। দ্বিতীয় গোলের রেশ না কাটতেই এবার গোলের দেখা পান ফ্রেড নিজেই। ব্রুনো ফার্নান্দেজের সহায়তায় তৃতীয়বারের মতো জালে বল জড়ান ফ্রেড। ৭১ মিনিটে এসে ১টি গোল শোধ করে রিডিং। আমাদৌ সালিফের গোলে ব্যবধান কমায় ক্লাবটি। এফএ কাপে ওল্ড ট্রাফোর্ডে ১৫ ম্যাচ ধরে হারেনি ম্যানইউ। সবশেষবার ২০১৫ সালে আর্সেনালের বিপক্ষে। রিডিং এফএ কাপে সবশেষ ৮টি ম্যাচ ধরে জয় দেখেনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ক্যাসেমিরোর জোড়া গোলে এফএ কাপে ম্যানইউর দুর্দান্ত জয়

আপডেট সময় : ০১:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদ থেকে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে আসা ক্যাসেমিরোর দারুণ সময় কাটছে। নিয়মিত গোল করানোর পাশাপাশি গোলও করে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। এফ এ কাপের চতুর্থ রাউন্ডে ক্যাসেমিরোর জোড়া গোলে ভর করে রিডিংকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। রেড ডেভিলসদের হয়ে অন্য গোলটিও করেন আরেক ব্রাজিলিয়ান ফ্রেড। এই ম্যাচেও শুরুতে গোল পেয়েছিলেন রাশফোর্ড। কিন্তু ভারে গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধে শুরু হয় ক্যাসেমিরোর ঝলক। অ্যান্টোনি থেকে ডি বক্সে বল পেয়ে আলতো শটে ৫৪ মিনিটে প্রথম গোলের দেখা পান ক্যাসেমিরো। ৪ মিনিট পর আবারও গোল দেন এই ব্রাজিলিয়ান। এবার সহায়তায় ফ্রেড। দ্বিতীয় গোলের রেশ না কাটতেই এবার গোলের দেখা পান ফ্রেড নিজেই। ব্রুনো ফার্নান্দেজের সহায়তায় তৃতীয়বারের মতো জালে বল জড়ান ফ্রেড। ৭১ মিনিটে এসে ১টি গোল শোধ করে রিডিং। আমাদৌ সালিফের গোলে ব্যবধান কমায় ক্লাবটি। এফএ কাপে ওল্ড ট্রাফোর্ডে ১৫ ম্যাচ ধরে হারেনি ম্যানইউ। সবশেষবার ২০১৫ সালে আর্সেনালের বিপক্ষে। রিডিং এফএ কাপে সবশেষ ৮টি ম্যাচ ধরে জয় দেখেনি।