ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

ক্যারিবীয় ক্যাম্পে করোনার আক্রমণ, অনুশীলন বন্ধ

  • আপডেট সময় : ১১:০০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • ১৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য অনুশীলন ক্যাম্প শুরু করেছিল উইন্ডিজ ক্রিকেট দল। ওই ক্যাম্পে থাকা ক্যারিবীয় পেসার মারকুইন মিন্ডলের দ্বিতীয় করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছিলেন উইন্ডিজ ক্রিকেটাররা। অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার আগে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। নিয়ম অনুযায়ী প্রথম কোভিড টেস্ট দিয়েই প্রস্তুতির জন্য মাঠে নামে ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় টেস্টে করোনা ধরা পড়ে ২৬ বছর বয়সী জ্যামাইকান পেসার মারকুইন মিন্ডলের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধায়নে আইসোলেশনে রাখা হয়েছে এই পেসারকে। মিন্ডলের করোনা শনাক্ত হওয়ার পর বন্ধ রাখা হয় ক্যাম্প। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ আরম্ভ হবে আগামী ১০ জুন সেন্ট লুসিয়ায়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ক্যারিবীয় ক্যাম্পে করোনার আক্রমণ, অনুশীলন বন্ধ

আপডেট সময় : ১১:০০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য অনুশীলন ক্যাম্প শুরু করেছিল উইন্ডিজ ক্রিকেট দল। ওই ক্যাম্পে থাকা ক্যারিবীয় পেসার মারকুইন মিন্ডলের দ্বিতীয় করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছিলেন উইন্ডিজ ক্রিকেটাররা। অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার আগে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। নিয়ম অনুযায়ী প্রথম কোভিড টেস্ট দিয়েই প্রস্তুতির জন্য মাঠে নামে ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় টেস্টে করোনা ধরা পড়ে ২৬ বছর বয়সী জ্যামাইকান পেসার মারকুইন মিন্ডলের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধায়নে আইসোলেশনে রাখা হয়েছে এই পেসারকে। মিন্ডলের করোনা শনাক্ত হওয়ার পর বন্ধ রাখা হয় ক্যাম্প। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ আরম্ভ হবে আগামী ১০ জুন সেন্ট লুসিয়ায়।