আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, তারা ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়ে ৩৫ জঙ্গিকে হত্যা করেছে।
জঙ্গিদের ওই দলটি স্থল সেনাদের ওপর আক্রমণের পরিকল্পনা করেছে, গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে শনিবার (২৩ আগস্ট) বিমান বাহিনী তাদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে রয়টার্স।
নাইজেরিয়ার বিমান বাহিনীর মুখপাত্র এহিমেন ইজোডামে এক বিবৃতিতে জানান, নাইজেরিয়া-ক্যামেরুনের সীমান্তে কাছে চারটি পয়েন্টে জড়ো হয়েছিল ওই জঙ্গিরা। সেখানেই তাদের ওপর হামলাগুলো চালানো হয়। সফল এ অভিযানের পর ওই এলাকায় থাকা সেনাদের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার হওয়ার পর তারা জানায়, এলাকাটি এখন নিরাপদ আছে। নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে প্রায়ই হামলা চালায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও তাদের প্রতিদ্বন্দ্বীতে পরিণত হওয়া দলছুট অংশ ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) । সম্প্রতি ওই অঞ্চলে এ গোষ্ঠী দুটির হামলা বাড়ায় নাইজেরিয়ার সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গত সপ্তাহে বাহিনীটি জানিয়েছে, চলতি বছরের আট মাসে তারা ওই অঞ্চলে ৫৯২ জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে ক্যামেরুন, শাদ ও নাইজারের সীমান্ত আছে। বোকো হারাম ও আইএসডব্লিউএপি এই সবগুলো দেশেই তৎপরতা চালিয়ে আসছে। গত সপ্তাহে নাইজারের সামরিক বাহিনী জানিয়েছে, তারা চাদ হ্রদ এলাকায় বিমান হামলা চালিয়ে বোকো হারামের এক নেতাকে হত্যা করেছে। তবে শুক্রবার বোকো হারাম নাইজারের সামরিক বাহিনীর এ দাবি প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ১৬ বছরেরও বেশি সময় ধরে চলা এসব বিদ্রোহে ৪০ হাজারেরও বেশি বেসামরিক নিহত ও ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।