ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ক্যাফেতে ঢুকে বিস্কুট ‘চুরি’ ভালুকের

  • আপডেট সময় : ১২:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বনের ভালুকটি হঠাৎ চলে আসে লোকালয়ে। এরপর ঢুকে পড়ে পথের ধারের একটি ক্যাফেতে। সেখান থাকা বিস্কুট ‘চুরি’ করে খেয়ে ফেলে প্রাণীটি। পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। সেই ছবি ও ভিডিও বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায়, ক্যালিফোর্নিয়ার সাউথ লেক তোহো নামের একটি গ্রামের নেসলে টল হাউস ক্যাফেতে। ওই সময় ক্যাফেটিতে ক্রেতা ছিলেন। কেউ সারা দিনের ক্লান্তি দূর করতে কফিতে চুমুক দিচ্ছিলেন। কেউ বা গল্প করছিলেন, আড্ডা দিচ্ছিলেন। এমন সময় সেখানে ভালুকটি ঢুকে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্রেতাদের মধ্যে। তবে ভালুকটির সেদিকে কোনো মনোযোগ ছিল না। প্রাণীটি সোজা গিয়ে কাউন্টারে রাখা বিস্কুট নিয়ে খেতে শুরু করে। ক্যাফের একজন কর্মী পুরো ঘটনার ছবি তোলেন, ভিডিও করেন। তবে ভালুকটিকে সেখান থেকে তাড়াতে পারেননি। অগত্যা পুলিশ ডাকতে হয়। পরে পুলিশ এসে প্রাণীটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বনে খাবার না পেয়ে ভালুকটি লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর সেটি ক্যাফেতে গিয়ে হানা দেয়। অবশ্য বনের ভালুক লোকালয়ে এসে মানুষের খাবার খেয়ে ফেলেছে, এমন ঘটনা এবারই প্রথম নয়। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের ওয়েস্ট হার্টফোর্ড এলাকায় এমন একটি ঘটনা ঘটেছিল। ওই সময় বনের ভালুক লোকালয়ে এসে একটি অনুষ্ঠানে ঢুকে পড়ে। সে সময় দুই বছরের একটি শিশুর জন্মদিনের উৎসব চলছিল সেখানে। অনুষ্ঠানস্থল থেকে কাপকেক খেয়ে বনে ফিরে যায় ভালুকটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ক্যাফেতে ঢুকে বিস্কুট ‘চুরি’ ভালুকের

আপডেট সময় : ১২:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : বনের ভালুকটি হঠাৎ চলে আসে লোকালয়ে। এরপর ঢুকে পড়ে পথের ধারের একটি ক্যাফেতে। সেখান থাকা বিস্কুট ‘চুরি’ করে খেয়ে ফেলে প্রাণীটি। পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। সেই ছবি ও ভিডিও বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায়, ক্যালিফোর্নিয়ার সাউথ লেক তোহো নামের একটি গ্রামের নেসলে টল হাউস ক্যাফেতে। ওই সময় ক্যাফেটিতে ক্রেতা ছিলেন। কেউ সারা দিনের ক্লান্তি দূর করতে কফিতে চুমুক দিচ্ছিলেন। কেউ বা গল্প করছিলেন, আড্ডা দিচ্ছিলেন। এমন সময় সেখানে ভালুকটি ঢুকে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্রেতাদের মধ্যে। তবে ভালুকটির সেদিকে কোনো মনোযোগ ছিল না। প্রাণীটি সোজা গিয়ে কাউন্টারে রাখা বিস্কুট নিয়ে খেতে শুরু করে। ক্যাফের একজন কর্মী পুরো ঘটনার ছবি তোলেন, ভিডিও করেন। তবে ভালুকটিকে সেখান থেকে তাড়াতে পারেননি। অগত্যা পুলিশ ডাকতে হয়। পরে পুলিশ এসে প্রাণীটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বনে খাবার না পেয়ে ভালুকটি লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর সেটি ক্যাফেতে গিয়ে হানা দেয়। অবশ্য বনের ভালুক লোকালয়ে এসে মানুষের খাবার খেয়ে ফেলেছে, এমন ঘটনা এবারই প্রথম নয়। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের ওয়েস্ট হার্টফোর্ড এলাকায় এমন একটি ঘটনা ঘটেছিল। ওই সময় বনের ভালুক লোকালয়ে এসে একটি অনুষ্ঠানে ঢুকে পড়ে। সে সময় দুই বছরের একটি শিশুর জন্মদিনের উৎসব চলছিল সেখানে। অনুষ্ঠানস্থল থেকে কাপকেক খেয়ে বনে ফিরে যায় ভালুকটি।