ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাপিটলের দাঙ্গায় জড়িতদের ক্ষমায় ন্যান্সি পেলোসির নিন্দা

  • আপডেট সময় : ০৮:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক :২০২১ সালের ০৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক প্রায় দেড় হাজার মানুষকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমা করে নির্বাহী আদেশে সই করায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসি ক্যাপিটল হিলে দাঙ্গার সময় ডেমোক্রেটিক হাউজ স্পিকার ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পেলোসি বলেন, এই পদক্ষেপ দেশের বিচার ব্যবস্থা এবং শারীরিক ক্ষত ও মানসিক ট্রমার সম্মুখীন হওয়া মানুষদের প্রতি অত্যন্ত অবমাননাকর। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্ত লজ্জাজনক এবং যে পুলিশ কর্মকর্তারা সেদিন জীবন বাজি রেখে কাজ করেছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। ২০২১ সালের ০৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের সমর্থকরা।

কংগ্রেস ভবনে ওই হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হন। ডেমোক্রেটরা ওই হামলায় উসকানি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছিল। পরে সেনেটে দুই তৃতীয়াংশ ভোট না থাকায় মিস্টার ট্রাম্প শাস্তি থেকে রেহাই পেয়ে যান।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ক্যাপিটলের দাঙ্গায় জড়িতদের ক্ষমায় ন্যান্সি পেলোসির নিন্দা

আপডেট সময় : ০৮:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক :২০২১ সালের ০৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক প্রায় দেড় হাজার মানুষকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমা করে নির্বাহী আদেশে সই করায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসি ক্যাপিটল হিলে দাঙ্গার সময় ডেমোক্রেটিক হাউজ স্পিকার ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পেলোসি বলেন, এই পদক্ষেপ দেশের বিচার ব্যবস্থা এবং শারীরিক ক্ষত ও মানসিক ট্রমার সম্মুখীন হওয়া মানুষদের প্রতি অত্যন্ত অবমাননাকর। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্ত লজ্জাজনক এবং যে পুলিশ কর্মকর্তারা সেদিন জীবন বাজি রেখে কাজ করেছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। ২০২১ সালের ০৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের সমর্থকরা।

কংগ্রেস ভবনে ওই হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হন। ডেমোক্রেটরা ওই হামলায় উসকানি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছিল। পরে সেনেটে দুই তৃতীয়াংশ ভোট না থাকায় মিস্টার ট্রাম্প শাস্তি থেকে রেহাই পেয়ে যান।