ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

ক্যানসারে আক্রান্ত ‘এক্স-ম্যান’ খ্যাত অভিনেত্রী

  • আপডেট সময় : ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ক্যানসারে আক্রান্ত হয়েছেন ‘এক্স-ম্যান’ খ্যাত অভিনেত্রী অলিভিয়া মুন। ১৩ মার্চ ইনস্টাগ্রাম পোস্টে হাসপাতালে তোলা ছবি শেয়ার করে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন তিনি। গত দশ মাসে চার বার অস্ত্রোপচার হয়েছে অলিভিয়া মুনের। বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি তিনি। এমন কি হাজির হয়েছিলেন ১১ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরেও। সেখানেও বিষয়টি নিয়ে কাউকে কিছু জানাননি তিনি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার স্তন ক্যানসার শনাক্ত হয়।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমার ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ছিল। গত দশ মাসে আমার চারটি অস্ত্রোপচার হয়েছে। বহুদিন বিছানায় কাটাতে হয়েছে আমাকে। এই সময়ে আমি ক্যানসার ও এর চিকিৎসা সম্পর্কে অনেক কিছু জেনেছি।’ ২০১০ সালের ‘আয়রন ম্যান টু’ ছবিতে অভিনয় করেন অলিভিয়া। ২০১৬ সালে মুক্তি পায় ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’, এতে ‘সাইলক’ চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। অলিভিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গেটওয়ে’। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পায় এই ছবি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যানসারে আক্রান্ত ‘এক্স-ম্যান’ খ্যাত অভিনেত্রী

আপডেট সময় : ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: ক্যানসারে আক্রান্ত হয়েছেন ‘এক্স-ম্যান’ খ্যাত অভিনেত্রী অলিভিয়া মুন। ১৩ মার্চ ইনস্টাগ্রাম পোস্টে হাসপাতালে তোলা ছবি শেয়ার করে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন তিনি। গত দশ মাসে চার বার অস্ত্রোপচার হয়েছে অলিভিয়া মুনের। বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি তিনি। এমন কি হাজির হয়েছিলেন ১১ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরেও। সেখানেও বিষয়টি নিয়ে কাউকে কিছু জানাননি তিনি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার স্তন ক্যানসার শনাক্ত হয়।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমার ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ছিল। গত দশ মাসে আমার চারটি অস্ত্রোপচার হয়েছে। বহুদিন বিছানায় কাটাতে হয়েছে আমাকে। এই সময়ে আমি ক্যানসার ও এর চিকিৎসা সম্পর্কে অনেক কিছু জেনেছি।’ ২০১০ সালের ‘আয়রন ম্যান টু’ ছবিতে অভিনয় করেন অলিভিয়া। ২০১৬ সালে মুক্তি পায় ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’, এতে ‘সাইলক’ চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। অলিভিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গেটওয়ে’। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পায় এই ছবি।