ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

কৌশল বদলাবে কি টাইগাররা?

  • আপডেট সময় : ১০:৪৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : শেষ তিন বলে প্রয়োজন ১৮ রান। ডাচ্দের শেষ ব্যাটসম্যান হাঁকালেন ছয়। হোবার্টের গ্যালারিতে হঠাৎ যেনো নেমে এলো নীরবতা। আর দু’টি বলে ছয় হলেই ম্যাচ টাই। বোলারের উপর আস্থা রাখতে পারছিলেন না দর্শকরা। কেনোই বা পারবেন, তিনি যে দলের পার্টটাইম বোলার সৌম্য সরকার। তবে পরের বলে সজোরে হাঁকালেও সেটি ২ রানের বেশি হলো না। তাতেই নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের ৯ রানের জয়। এ যেন কানের পাশ দিয়ে গুলি যাওয়া। যদি ব্যর্থ হতেন সৌম্য, দর্শকদের জয়োল্লাসের চিত্রটা বদলে যেতো বেদনায়। তাই বলার অপেক্ষা রাখে না, একজন বোলার কম খেলানোর কৌশলটা বদলাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এ বিষয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু বলেন, ‘পরিকল্পনা সঠিক ছিল, তবে আমার খেলা দেখে মনে হয়েছে একটা বোলার বেশি হলে হয়তো ভালো হতো। এটি টিম ম্যানেজমেন্টের বিষয়। তারা প্রয়োজন মনে করলে সিডনির দ্বিতীয় ম্যাচে বদলাতে পারে কৌশল।’ গতকাল সকালেই হোবার্ট ছেড়ে সিডনি পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখানেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। বিমানবন্দরে দারুণ ফুরফুরে ছিল সাকিব আল হাসানের দল। সিডনিতে ঘুরে বেড়িয়েছে অপেরা হাউজসহ শহরের বিভিন্ন স্থানে। অধিনায়ক সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ প্রবাসীদের আমন্ত্রণে অংশ নিয়েছে এক অনুষ্ঠানে। আজ ঝরঝরে শরীর নিয়েই অনুশীলন করবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ১৫০ বছরের পুরনো সিডনি গ্রাউন্ডের উইকেটও স্পিনারদের কথা শোনে। তাই কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দলে একজন স্পিন অলরাউন্ডার দেখা যেতে পারে। ইয়াসির রাব্বির জায়গায় সুযোগ পেয়ে যেতে পারেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের সঙ্গে মিরাজকে যুক্ত করা হলে দলের ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়ের ভারসাম্যটাও থাকবে। আর প্রোটিয়ারা যেহেতু স্পিনে দুর্বল তাই রণকৌশলে পরিবর্তন আনাটা জরুরি। প্রথম ম্যাচে ৮ ব্যাটসম্যান নিলেও সবাই মিলে ১৪৪ রান করেছেন। ইনিংসের মাঝপথে আর শেষে স্পষ্টত ধরা পড়েছে সেই চিরাচরিত স্লো ব্যাটিং। যেটা নিয়ে চিন্তায় ম্যানেজমেন্ট। দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকেও বেশ চিন্তিত মনে হয়েছে। ৮ ব্যাটসম্যানের কৌশল সঠিক হয়েছে কি না, তিনিও আছেন দ্বিধাদ্বন্দ্বে। যাই হোক, বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা ম্যাচে স্পিনার যুক্ত করলেও ব্যাটিং শক্তি খর্ব করতে চায় না। যে কারণে ইয়াসির রাব্বিকে বাদ দিতে হলে মিরাজকেই রাখতে হবে বিবেচনায়। নাম প্রকাশে অনিচ্ছুক টিম ম্যানেজমেন্টের একজন জানিয়েছেন, দলের রণকৌশল ঠিক করেন সাকিব ও টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরাম এবং খালেদ মাহমুদ সুজন। তাই কোনো পরিবর্তন আসবে কি না সে বিষয়ে সঠিকভাবে বলা যায় না। তবে তিনি বলেন, যেহেতু প্রথম ম্যাচে বোলিং ঘাটতি ধরা পড়েছে , তাই দ্বিতীয় ম্যাচে দলে পরিবর্তন অনেকটাই নিশ্চিত। যদিও জয়ী একাদশ নিয়ে মাঠে নামার গুঞ্জন রয়েছে কিন্তু আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাধা ফরম্যাটে চললে খেসারত দিতে হবে, এটা অনেকটাই প্রমাণিত। আর সিডনির স্পিন উইকেটের সহায়তা নিতে হলে একজন ব্যাটসম্যান কমিয়ে তার জন্য দলে জায়গা করতে হবে। অন্যদিকে মিডিয়া কমিটির চেয়ারম্যান টিটু বলেন, ‘প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো সম্ভাবনার কথাই সঠিকভাবে বলা যায় না, এটা একটি অনিশ্চয়তার ফরম্যাট। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারলে অবশ্যই দলের জয় সম্ভব। প্রথম ম্যাচে বাংলাদেশ দল অসাধারণ ফিল্ডিং করেছে। এই ধারা অব্যাহত রাখা জরুরি। আর দলে পরিবর্তন আসবে কিনা সেটা কোচ এবং অধিনায়কের বিষয়। আমরা এ নিয়ে বাড়তি কোনো মন্তব্য করতে চাই না। আমার একটাই চাওয়া দলকে ভালো খেলতে হবে আর ভালো খেললেই ফলাফল একটা আসবেই।’ যদি শুনতাম একজন ব্যাটসম্যান কম খেলানো হয়েছে তাই সংগ্রহ ১৪৪ হয়েছে, তাহলে আরো যৌক্তিক মনে হতো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কৌশল বদলাবে কি টাইগাররা?

আপডেট সময় : ১০:৪৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : শেষ তিন বলে প্রয়োজন ১৮ রান। ডাচ্দের শেষ ব্যাটসম্যান হাঁকালেন ছয়। হোবার্টের গ্যালারিতে হঠাৎ যেনো নেমে এলো নীরবতা। আর দু’টি বলে ছয় হলেই ম্যাচ টাই। বোলারের উপর আস্থা রাখতে পারছিলেন না দর্শকরা। কেনোই বা পারবেন, তিনি যে দলের পার্টটাইম বোলার সৌম্য সরকার। তবে পরের বলে সজোরে হাঁকালেও সেটি ২ রানের বেশি হলো না। তাতেই নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের ৯ রানের জয়। এ যেন কানের পাশ দিয়ে গুলি যাওয়া। যদি ব্যর্থ হতেন সৌম্য, দর্শকদের জয়োল্লাসের চিত্রটা বদলে যেতো বেদনায়। তাই বলার অপেক্ষা রাখে না, একজন বোলার কম খেলানোর কৌশলটা বদলাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এ বিষয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু বলেন, ‘পরিকল্পনা সঠিক ছিল, তবে আমার খেলা দেখে মনে হয়েছে একটা বোলার বেশি হলে হয়তো ভালো হতো। এটি টিম ম্যানেজমেন্টের বিষয়। তারা প্রয়োজন মনে করলে সিডনির দ্বিতীয় ম্যাচে বদলাতে পারে কৌশল।’ গতকাল সকালেই হোবার্ট ছেড়ে সিডনি পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখানেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। বিমানবন্দরে দারুণ ফুরফুরে ছিল সাকিব আল হাসানের দল। সিডনিতে ঘুরে বেড়িয়েছে অপেরা হাউজসহ শহরের বিভিন্ন স্থানে। অধিনায়ক সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ প্রবাসীদের আমন্ত্রণে অংশ নিয়েছে এক অনুষ্ঠানে। আজ ঝরঝরে শরীর নিয়েই অনুশীলন করবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ১৫০ বছরের পুরনো সিডনি গ্রাউন্ডের উইকেটও স্পিনারদের কথা শোনে। তাই কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দলে একজন স্পিন অলরাউন্ডার দেখা যেতে পারে। ইয়াসির রাব্বির জায়গায় সুযোগ পেয়ে যেতে পারেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের সঙ্গে মিরাজকে যুক্ত করা হলে দলের ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়ের ভারসাম্যটাও থাকবে। আর প্রোটিয়ারা যেহেতু স্পিনে দুর্বল তাই রণকৌশলে পরিবর্তন আনাটা জরুরি। প্রথম ম্যাচে ৮ ব্যাটসম্যান নিলেও সবাই মিলে ১৪৪ রান করেছেন। ইনিংসের মাঝপথে আর শেষে স্পষ্টত ধরা পড়েছে সেই চিরাচরিত স্লো ব্যাটিং। যেটা নিয়ে চিন্তায় ম্যানেজমেন্ট। দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকেও বেশ চিন্তিত মনে হয়েছে। ৮ ব্যাটসম্যানের কৌশল সঠিক হয়েছে কি না, তিনিও আছেন দ্বিধাদ্বন্দ্বে। যাই হোক, বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা ম্যাচে স্পিনার যুক্ত করলেও ব্যাটিং শক্তি খর্ব করতে চায় না। যে কারণে ইয়াসির রাব্বিকে বাদ দিতে হলে মিরাজকেই রাখতে হবে বিবেচনায়। নাম প্রকাশে অনিচ্ছুক টিম ম্যানেজমেন্টের একজন জানিয়েছেন, দলের রণকৌশল ঠিক করেন সাকিব ও টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরাম এবং খালেদ মাহমুদ সুজন। তাই কোনো পরিবর্তন আসবে কি না সে বিষয়ে সঠিকভাবে বলা যায় না। তবে তিনি বলেন, যেহেতু প্রথম ম্যাচে বোলিং ঘাটতি ধরা পড়েছে , তাই দ্বিতীয় ম্যাচে দলে পরিবর্তন অনেকটাই নিশ্চিত। যদিও জয়ী একাদশ নিয়ে মাঠে নামার গুঞ্জন রয়েছে কিন্তু আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাধা ফরম্যাটে চললে খেসারত দিতে হবে, এটা অনেকটাই প্রমাণিত। আর সিডনির স্পিন উইকেটের সহায়তা নিতে হলে একজন ব্যাটসম্যান কমিয়ে তার জন্য দলে জায়গা করতে হবে। অন্যদিকে মিডিয়া কমিটির চেয়ারম্যান টিটু বলেন, ‘প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো সম্ভাবনার কথাই সঠিকভাবে বলা যায় না, এটা একটি অনিশ্চয়তার ফরম্যাট। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারলে অবশ্যই দলের জয় সম্ভব। প্রথম ম্যাচে বাংলাদেশ দল অসাধারণ ফিল্ডিং করেছে। এই ধারা অব্যাহত রাখা জরুরি। আর দলে পরিবর্তন আসবে কিনা সেটা কোচ এবং অধিনায়কের বিষয়। আমরা এ নিয়ে বাড়তি কোনো মন্তব্য করতে চাই না। আমার একটাই চাওয়া দলকে ভালো খেলতে হবে আর ভালো খেললেই ফলাফল একটা আসবেই।’ যদি শুনতাম একজন ব্যাটসম্যান কম খেলানো হয়েছে তাই সংগ্রহ ১৪৪ হয়েছে, তাহলে আরো যৌক্তিক মনে হতো।