ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ইরানের

  • আপডেট সময় : ০২:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

পার্সটুডে : ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। দেশের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাসরাবাদ অঞ্চলে চলমান সামরিক মহড়ায় শুক্রবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নোজার নে’মাতি বলেছেন, শুক্রবার ‘একতেদার-১৪০১’ মহড়ার দ্বিতীয় পর্যায়ে ফতেহ (বিজয়)- ৩৬০ নামের ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। খবর- পার্সটুডের।
এটির পাল্লা উল্লেখ না করে জেনারেল নে’মাতি বলেন, এই ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৩৭০৪ কিলোমিটার বেগে ছুটে গিয়ে শত্রুর কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।তবে কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে এটি পরিচালনা করা সম্ভব হলে ঘণ্টায় ৫০০০ কিলোমিটার বেগেও ছুটতে পারবে বলে তিনি উল্লেখ করেন। অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ফতেহ-৩৬০ ক্ষেপণাস্ত্র উচ্চমাত্রায় ধ্বংস ক্ষমতাসম্পন্ন।
ইরানের এই শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা বলেন, ইরানের সেনাবাহিনী একইসঙ্গে দেশীয় প্রযুক্তিতে তৈরি ফজর-৫ (ভোর-৫) ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৯০ কেজি বিস্ফোরকসহ ১৭৫ কেজি ওয়ারহেড বহন করে ৭৫ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এর আগের দিন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সেনাবাহিনীর মহড়া পরিদর্শন করেন। তিনি বিভিন্ন সমরাস্ত্র বিশেষ করে হেলিবর্ন ইউনিটের সফল মহড়া ও অপারেশনের প্রশংসা করেন। জেনারেল বাকেরি বলেন, হেলিবর্ন ইউনিটের মহড়ার মধ্যদিয়ে তাদের সর্বোচ্চ মাত্রার যুদ্ধ প্রস্তুতি যাচাই করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেশা বদলাচ্ছেন শিক্ষকরা

কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ইরানের

আপডেট সময় : ০২:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

পার্সটুডে : ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। দেশের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাসরাবাদ অঞ্চলে চলমান সামরিক মহড়ায় শুক্রবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নোজার নে’মাতি বলেছেন, শুক্রবার ‘একতেদার-১৪০১’ মহড়ার দ্বিতীয় পর্যায়ে ফতেহ (বিজয়)- ৩৬০ নামের ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। খবর- পার্সটুডের।
এটির পাল্লা উল্লেখ না করে জেনারেল নে’মাতি বলেন, এই ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৩৭০৪ কিলোমিটার বেগে ছুটে গিয়ে শত্রুর কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।তবে কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে এটি পরিচালনা করা সম্ভব হলে ঘণ্টায় ৫০০০ কিলোমিটার বেগেও ছুটতে পারবে বলে তিনি উল্লেখ করেন। অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ফতেহ-৩৬০ ক্ষেপণাস্ত্র উচ্চমাত্রায় ধ্বংস ক্ষমতাসম্পন্ন।
ইরানের এই শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা বলেন, ইরানের সেনাবাহিনী একইসঙ্গে দেশীয় প্রযুক্তিতে তৈরি ফজর-৫ (ভোর-৫) ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৯০ কেজি বিস্ফোরকসহ ১৭৫ কেজি ওয়ারহেড বহন করে ৭৫ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এর আগের দিন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সেনাবাহিনীর মহড়া পরিদর্শন করেন। তিনি বিভিন্ন সমরাস্ত্র বিশেষ করে হেলিবর্ন ইউনিটের সফল মহড়া ও অপারেশনের প্রশংসা করেন। জেনারেল বাকেরি বলেন, হেলিবর্ন ইউনিটের মহড়ার মধ্যদিয়ে তাদের সর্বোচ্চ মাত্রার যুদ্ধ প্রস্তুতি যাচাই করা হয়েছে।