ক্রীড়া ডেস্ক : রক্ষণে শক্তি বাড়াতে নাপোলি থেকে সেন্টার ব্যাক কালিদু কৌলিবালিকে দলে ভেড়াল চেলসি। দুই ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চলে যাওয়ায় রক্ষণে ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতি পূরণেই সেনেগালের এই ফুটবলারকে দলে টানল ইংলিশ ক্লাবটি। শনিবার এক বিবৃতিতে চার বছরের চুক্তিতে কৌলিবালিকে দলে ভেড়ানোর কথা জানায় চেলসি। আসছে মৌসুমের জন্য দলটি দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কৌলিবালিকে দলে টানল। এর আগে ম্যানচেস্টার সিটি থেকে রাহিম স্টার্লিংকে দলে টেনেছে চেলসি। চেলসিতে যোগ দিতে পেরে স্বপ্ন পূরণ হওয়ার কথা জানান কৌলিবালি,’চেলসির এই দলের অংশ হতে পেরে আমি খুব খুশি। এটি বিশ্বের একটি বড় দল এবং আমার সবসময়ের স্বপ্ন ছিল প্রিমিয়ার লিগে খেলা। ‘ ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ৩১ বছর বয়সী এই ফুটবলারকে পেতে তিন কোটি ২০ লাখ পাউন্ড খরচ হয়েছে তাদের। ২০১৪ সাল থেকে নাপোলির জার্সিতে খেলেছেন কৌলিবালি। আট মৌসুমে দলটির হয়ে ৩১৭ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১৪টি।


























