ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

‘কৌন বনেগা ক্রোড়পতি’র কোটি রুপি জিতলেন গৃহবধূ

  • আপডেট সময় : ১১:০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র চতুর্দশ সিজনের কোটিপতির দেখা পাওয়া গেছে। মহারাষ্ট্রের কোলাহলপুরের গৃহিনী কবিতা চাওলা হয়েছেন এই সিজনের প্রথম কোটিপতি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে শোর নিয়ম অনুয়ায়ী ১ কোটি রুপি নগদ পুরস্কার জিতে প্রতিযোগী কবিতা এখন ‘হট সিটে’ আছেন। তিনি এখন খেলবেন ৭.৫ কোটি রুপির প্রশ্ন। প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টায় সনি টিভিতে এই শো প্রচারিত হয়। সম্প্রতি সনি এই শোয়ের একটি প্রোমো প্রকাশ করেছে। প্রোমোর ভিডিওতে দেখা গেছে, হট সিটে বসে কবিতা চাওলা এক কোটি রুপির প্রশ্নের উত্তর দেওয়ার পর অমিতাভ বচ্চন নিজেও ‘এক কোটি’ বলে আনন্দে চিৎকার করে ওঠেন। কবিতার উচ্ছ্বাস আর দর্শকদের হাততালিতে তৈরি হয় আনন্দের পরিবেশ। এর পর কবিতার মুখোমুখি বসে বিগ বি এই প্রতিযোগীর দিকে ১৭ নম্বর প্রশ্ন ছুঁড়ে দেন, যার উত্তর দিতে পারলে কবিতা জিতবেন ৭.৫ কোটি রুপি। কবিতার হার-জিতের খবর জানা যাবে শোর পরের পর্বে। এবারের সিজনে কয়েকজন প্রতিযোগী ৭৫ লাখ রুপির প্রশ্নের পর আর টপকাতে পারেননিন। কবিতার আগে একজন চিকিৎসক এক কোটির প্রশ্ন পর্যন্ত পৌঁছাতে পারলেও, সঠিক উত্তর দিতে পারেননি। মহারাষ্ট্রের বাসিন্দা কবিতা চাওলা পড়ালেখা করেছেন দ্বাদশ শ্রেণি পর্যন্ত। টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানান, সাংসারের কাজ সামলে নানা ধরনের বই পড়েন তিনি।
“আমার বরাবরই ইচ্ছা ছিল এই গেইম শোতে আসার। গত বছরই অংশ নিই, কিন্তু বেশি দূর যেতে পারিনি।“ এবারে শুধু অংশগ্রহণই নয় এক কোটি রুপি জিতে দারুণ খুশি কবিতা। ভারতের সবচেয়ে জনপ্রিয় এই গেইম শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ শুরু হয় ২০০০ সালে স্টার প্লাসে। পরে ২০১০ সাল থেকে সনি টিভিতে প্রচার হওয়া শুরু করে। দীর্ঘদিন ধরে এ অনুষ্ঠান সঞ্চালনা অমিতাভ বচ্চনের ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইসির ওয়েবসাইট থেকে নৌকা বাদ, যুক্ত হলো দাঁড়িপাল্লা

‘কৌন বনেগা ক্রোড়পতি’র কোটি রুপি জিতলেন গৃহবধূ

আপডেট সময় : ১১:০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র চতুর্দশ সিজনের কোটিপতির দেখা পাওয়া গেছে। মহারাষ্ট্রের কোলাহলপুরের গৃহিনী কবিতা চাওলা হয়েছেন এই সিজনের প্রথম কোটিপতি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে শোর নিয়ম অনুয়ায়ী ১ কোটি রুপি নগদ পুরস্কার জিতে প্রতিযোগী কবিতা এখন ‘হট সিটে’ আছেন। তিনি এখন খেলবেন ৭.৫ কোটি রুপির প্রশ্ন। প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টায় সনি টিভিতে এই শো প্রচারিত হয়। সম্প্রতি সনি এই শোয়ের একটি প্রোমো প্রকাশ করেছে। প্রোমোর ভিডিওতে দেখা গেছে, হট সিটে বসে কবিতা চাওলা এক কোটি রুপির প্রশ্নের উত্তর দেওয়ার পর অমিতাভ বচ্চন নিজেও ‘এক কোটি’ বলে আনন্দে চিৎকার করে ওঠেন। কবিতার উচ্ছ্বাস আর দর্শকদের হাততালিতে তৈরি হয় আনন্দের পরিবেশ। এর পর কবিতার মুখোমুখি বসে বিগ বি এই প্রতিযোগীর দিকে ১৭ নম্বর প্রশ্ন ছুঁড়ে দেন, যার উত্তর দিতে পারলে কবিতা জিতবেন ৭.৫ কোটি রুপি। কবিতার হার-জিতের খবর জানা যাবে শোর পরের পর্বে। এবারের সিজনে কয়েকজন প্রতিযোগী ৭৫ লাখ রুপির প্রশ্নের পর আর টপকাতে পারেননিন। কবিতার আগে একজন চিকিৎসক এক কোটির প্রশ্ন পর্যন্ত পৌঁছাতে পারলেও, সঠিক উত্তর দিতে পারেননি। মহারাষ্ট্রের বাসিন্দা কবিতা চাওলা পড়ালেখা করেছেন দ্বাদশ শ্রেণি পর্যন্ত। টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানান, সাংসারের কাজ সামলে নানা ধরনের বই পড়েন তিনি।
“আমার বরাবরই ইচ্ছা ছিল এই গেইম শোতে আসার। গত বছরই অংশ নিই, কিন্তু বেশি দূর যেতে পারিনি।“ এবারে শুধু অংশগ্রহণই নয় এক কোটি রুপি জিতে দারুণ খুশি কবিতা। ভারতের সবচেয়ে জনপ্রিয় এই গেইম শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ শুরু হয় ২০০০ সালে স্টার প্লাসে। পরে ২০১০ সাল থেকে সনি টিভিতে প্রচার হওয়া শুরু করে। দীর্ঘদিন ধরে এ অনুষ্ঠান সঞ্চালনা অমিতাভ বচ্চনের ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা ।