ক্রীড়া প্রতিবেদক: ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও দুর্ভাবনার কিছু দেখছে না বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থার আশা, সিরিজটি নির্ধারিত সূচিতেই নির্বিঘ্নে হবে।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের। সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ। তবে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে গতকাল শুক্রবার (২ মে) সূত্রের বরাত দিয়ে বলা হয়, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়তে পারে উপমহাদেশের ক্রিকেট সূচিতে। বাংলাদেশের সঙ্গে টানাপোড়েনের প্রভাবও এখানে পড়তে পারে।
বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত স্বাধীন কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের আলোচিত ফেসবুক পোস্টের ব্যাপারটিও উল্লেখ করা হয় টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে। যেখানে তিনি বলেছিলেন, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করা। প্রয়োজনে চীনের সঙ্গে যৌথ সামরিক প্রক্রিয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি।
এসবের প্রভাব ক্রিকেটে পড়তে পারে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। এই অগ্রগতির খবরাখবর রাখছে দাবি করা একটি সূত্রের মন্তব্যও আছে সেই সংবাদে, ‘সফরটি সূচির অংশ, কিন্তু এখনো কিছু চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারতীয় দল বাংলাদেশ সফরে না যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে।’
কিছু চূড়ান্ত নয় বলে উল্লেখ করা হলেও গত ১৫ এপ্রিল এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে বিসিবি। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। বিসিবি পরিচালক ও বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন শুক্রবার ওই সংবাদসংস্থাটিকে বললেন, সফর নিয়ে শঙ্কার কোনো কিছুই তাদের জানা নেই। ভারতীয় দল সফরে নাও আসতে পারে, এই ধরনের কোনো আভাস বা ইঙ্গিত আমরা পাইনি। দুই দেশের বোর্ডের সম্পর্ক চমৎকার ও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, সফরটি ভালোভাবেই সম্পন্ন হবে।
কোনো সিরিজের সূচি চূড়ান্ত করা হয় দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমেই। সব প্রক্রিয়া ঠিকভাবেই চলছে বলে জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। সূচি ঘোষণা করা হয়েছে বেশ কিছু দিন আগেই এবং যতটুকু যোগাযোগ রাখা দরকার, সবকিছুই হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে শঙ্কা প্রকাশ করা হয়েছে এশিয়া কাপ ক্রিকেট নিয়েও। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। যদিও ভারতীয় দল যেমন পাকিস্তানে যায় না, তেমনি পাকিস্তান দলও ভারতে যাবে না বলে জানিয়ে দিয়েছে আগেই। পাকিস্তানের ম্যাচগুলি তাই হাইব্রিড মডেলে হওয়ার কথা অন্য কোথাও। ভারত থেকে সরে টুর্নামেন্টটি অন্য কোথাও হওয়ার সম্ভাবনাও আছে। তবে এখন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আসরটি স্থগিত হয়েও যেতে পারে।