ক্রীড়া ডেস্ক : দল বিশাল ব্যবধানে জিতলেও ব্যাটে রান নেই বিরাট কোহলির। টেস্ট আর ওয়ানডে নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তার পরও গতকাল সোমবার মুম্বাই টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭২ রানের বিশাল জয়ে একটা দারুণ রেকর্ডে নাম লেখালেন বিরাট কোহলি। ক্রিকেটার হিসেবে এটা তার ৫০তম টেস্ট জয়। তিনিই বিশ্ব ক্রিকেটে একমাত্র ক্রিকেটার, যিনি তিন ফরম্যাটেই ৫০টি করে ম্যাচ জিতেছেন। এখন পর্যন্ত মোট ৯৭টি টেস্ট খেলেছেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে কোহলি ২৫৪টি ম্যাচ খেলে ১৫৩টি ম্যাচ জিতেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ৯৫টি ম্যাচ খেলে জিতেছেন ৫৯টি ম্যাচ। কোহলির এই কীর্তির জন্য তাকে অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই টুইট করে লিখেছে, ‘অভিনন্দন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে সব ধরনের ক্রিকেটে ৫০টি ম্যাচ জয়।’























