ক্রীড়া ডেস্ক : সন্দেহাতীতভাবে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দারুণ সব অর্জনে সমৃদ্ধ তার ক্যারিয়ার। দেশের অনেক স্মরণীয় জয়ের নায়ক তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারিও। এর সবগুলো আসরে খেলা দুই জনের একজন তিনি। এমন একজনের সম্পর্কে ভালো করেই জানা আছে বিরাট কোহলির। ভারতীয় এই তারকার মতে, যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন সাকিব। ২০০৭ সালে ২০ ওভারের বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল ‘বিশ্ব টি-টোয়েন্টি’ নামে। সেই থেকে চলমান অস্ট্রেলিয়া আসর পর্যন্ত আটটি আসরে সাকিব ছাড়া খেলেছেন আর কেবল ভারতের রোহিত শর্মা। দুই জন এবার তাদের নিজ নিজ দলের অধিনায়ক।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে সাকিবের শিকার ৪৪ উইকেট। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ উইকেট স্টুয়ার্ট ব্রডের। তবে ২০১৪ সালের পর থেকে আর এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাননি এই পেসার। ২৮ উইকেট নিয়ে তার পরে আছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, যিনি খেলছেন এবারের বিশ্বকাপে। টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে ব্যাট হাতে সাকিব করেছেন ৭০৬ রান, যা অষ্টম সর্বোচ্চ। তিন সংস্করণেই তিনি দেশের রেকর্ড উইকেট শিকারি, টি-টোয়েন্টির সর্বোচ্চ স্কোরার। এই সংস্করণে তার উইকেট ১২৫টি, বিশ্ব ক্রিকেটেই যা দ্বিতীয় সর্বোচ্চ। একটি উইকেট বেশি নিয়ে শনিবার এককভাবে চূড়ায় ওঠেন নিউ জিল্যান্ডের পেসার টিম সাউদি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আট আসরে সাকিবের এই যাত্রা নিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আইসিসি। সেখানে মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম তুলে ধরেন সাকিবকে নিয়ে তাদের পর্যবেক্ষণ। ভিডিওর শেষ দিকে কোহলি প্রশংসায় ভাসান টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডারকে। “ব্যাট ও বল হাতে সে তার খেলাটা খুব ভালো বোঝে। এখন সে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিচ্ছে। সে এমন একজন যে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, নিশ্চিতভাবে তাদের জন্য সে একজন ম্যাচ উইনার।”
কোহলির চোখে সাকিব ম্যাচ উইনার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ