ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

কোহলিকে পাগলের মতো ভালোবাসতাম : অভিনেত্রী মৃণাল

  • আপডেট সময় : ০৬:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক:  অভিনেত্রী আনুশকা শর্মার স্বামী ক্রিকেটার বিরাট কোহলিকে পছন্দ করতেন বলে মন্তব্য করেছেন মৃণাল ঠাকুর।

২০২১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী মৃণাল জানিয়েছিলেন কোহলির প্রতি মুগ্ধতার কথা। মনে মনে তাক খুব পছন্দ করেন উল্লেখ করে বলেছিলেন, “একটা সময় ছিল, আমার বিরাট কোহলিকে খুব ভালো লাগত। আমি পাগলের মতো ওঁকে ভালবাসতাম।”

মৃণালের ভাই ক্রিকেটের ভক্ত ছিলেন। সেখান থেকে মৃণালেরও ক্রিকেটের প্রতি ভালোলাগা তৈরি হয়। তারপরেই বিরাটের প্রেমে পড়েন অভিনেত্রী। পরবর্তীকালে, ক্রিকেটকে কেন্দ্র করে ‘জার্সি’ ছবিতে অভিনয় করেছিলেন মৃণাল।

অভিনেত্রী বলেছেন, “একটা সময়ে নীল রঙের জার্সি পরে ভারতকে সমর্থন করতাম। আর তারপরে আমি নিজেও ‘জার্সি’ নামের ছবিতে অভিনয় করলাম। এই কাকতালীয় বিষয়টি খুব ভালো লেগেছে আমার।”

পুরনো সেই সেই সাক্ষাৎকারে স্বামীর প্রশ্ংসা করলেও ইঙ্গিতে খুঁচিয়েছেন আনুশকাকে। তাকে কোনো সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল? এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, “এমন বহু ছবি রয়েছে। আমি নিজে প্রস্তুত ছিলাম না বলে প্রত্যাখ্যান করেছি বেশ কিছু ছবি। বিতর্ক শুরু হয়ে যাবে ছবির নাম বললে। একটি ছবি দারুণ সফল হয়েছিল। ছবির নায়িকাকে এগিয়ে যেতে এই ছবির বড় অবদান রয়েছে ঠিকই। ওই নায়িকা তো এখন কাজই করছেন না। আমি কিন্তু কাজ করছি। এটাই আমার কাছে জয়।”

এরকম কথা শুনে নেটিজেনদের ধারণা আনুশকাকে খোঁচা দিলেন মৃণাল। কেননা সুলতান সিনেমায় কাজের কথা ছিল তার। কিন্তু সালমানের সেই সিনেমা থেকে তাকে বাদ দিয়ে নেওয়া হয় আনুশকাকে।

ওআ/আপ্র/০২/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অর্থনৈতিক, রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পরিবারভিত্তিক ব্যবসা

কোহলিকে পাগলের মতো ভালোবাসতাম : অভিনেত্রী মৃণাল

আপডেট সময় : ০৬:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক:  অভিনেত্রী আনুশকা শর্মার স্বামী ক্রিকেটার বিরাট কোহলিকে পছন্দ করতেন বলে মন্তব্য করেছেন মৃণাল ঠাকুর।

২০২১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী মৃণাল জানিয়েছিলেন কোহলির প্রতি মুগ্ধতার কথা। মনে মনে তাক খুব পছন্দ করেন উল্লেখ করে বলেছিলেন, “একটা সময় ছিল, আমার বিরাট কোহলিকে খুব ভালো লাগত। আমি পাগলের মতো ওঁকে ভালবাসতাম।”

মৃণালের ভাই ক্রিকেটের ভক্ত ছিলেন। সেখান থেকে মৃণালেরও ক্রিকেটের প্রতি ভালোলাগা তৈরি হয়। তারপরেই বিরাটের প্রেমে পড়েন অভিনেত্রী। পরবর্তীকালে, ক্রিকেটকে কেন্দ্র করে ‘জার্সি’ ছবিতে অভিনয় করেছিলেন মৃণাল।

অভিনেত্রী বলেছেন, “একটা সময়ে নীল রঙের জার্সি পরে ভারতকে সমর্থন করতাম। আর তারপরে আমি নিজেও ‘জার্সি’ নামের ছবিতে অভিনয় করলাম। এই কাকতালীয় বিষয়টি খুব ভালো লেগেছে আমার।”

পুরনো সেই সেই সাক্ষাৎকারে স্বামীর প্রশ্ংসা করলেও ইঙ্গিতে খুঁচিয়েছেন আনুশকাকে। তাকে কোনো সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল? এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, “এমন বহু ছবি রয়েছে। আমি নিজে প্রস্তুত ছিলাম না বলে প্রত্যাখ্যান করেছি বেশ কিছু ছবি। বিতর্ক শুরু হয়ে যাবে ছবির নাম বললে। একটি ছবি দারুণ সফল হয়েছিল। ছবির নায়িকাকে এগিয়ে যেতে এই ছবির বড় অবদান রয়েছে ঠিকই। ওই নায়িকা তো এখন কাজই করছেন না। আমি কিন্তু কাজ করছি। এটাই আমার কাছে জয়।”

এরকম কথা শুনে নেটিজেনদের ধারণা আনুশকাকে খোঁচা দিলেন মৃণাল। কেননা সুলতান সিনেমায় কাজের কথা ছিল তার। কিন্তু সালমানের সেই সিনেমা থেকে তাকে বাদ দিয়ে নেওয়া হয় আনুশকাকে।

ওআ/আপ্র/০২/০৯/২০২৫