ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

কোহলিকে নিয়ে দলে অসন্তোষের খবর উড়িয়ে দিল বিসিসিআই

  • আপডেট সময় : ১২:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : কোথাও খবর হয়েছে, বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে দলে দানা বেঁধেছে অসন্তোষ। কোথাও আবার খবর, অধিনায়কের বিরুদ্ধে ক্রিকেটারদের কয়েকজন অভিযোগ করেছেন বোর্ডের কাছে। বোর্ডের চাপেই দায়িত্ব ছেড়েছেন কোহলি, এমন খবরও হয়েছে। কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর ভারতীয় সংবাদ মাধ্যমে একের পর এক খবর চলছেই। এসব দেখে ক্ষুব্ধ বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুন সিং ধুমাল বললেন, ‘ফালতু’ খবর প্রকাশ বন্ধ করা উচিত।
নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার সময় কোহলি বলেছিলেন, নিজের তাগিদেই তার এই সিদ্ধান্ত। তবে সংবাদমাধ্যম সেই সিদ্ধান্তের পেছনের নানা কারণ খুঁজতে ব্যস্ত। কোহলির ঘোষণার পরপরই খবর প্রকাশিত হয়, বোর্ডের কাছে তিনি অনুরোধ করেছেন যেন রোহিত শর্মাকে সহ-অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়
এরপর আবার খবরে আসে, ভারতীয় দলের ক্রিকেটারদের একাংশ বোর্ডের সচিব জয় শাহর কাছে অভিযোগ করেছেন কোহলির নেতৃত্ব নিয়ে। দুই সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানে বোর্ড সচিবের কাছে কোহলির বিরুদ্ধে অভিযোগ জানান বলেও খবর হয়। তবে টাইমস অব ইন্ডিয়াকে অরুন ধুমাল বললেন, এসব খবরের কোনো ভিত্তি নেই। “মিডিয়ার উচিত এসব ফালতু খবর খেলা বন্ধ করা। আমি এটা প্রকাশ্যে বলছি, কোনো ভারতীয় ক্রিকেটার, লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেনি বিসিসিআইয়ের কাছে। প্রতিটি ভুয়া প্রতিবেদন নিয়ে বিসিসিআই উত্তর দিয়ে যাবে, এটা হতে পারে না। কদিন আগে খবর প্রকাশিত হলো, ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন আসবে। এসব কথা কে বলে তাদেরকে!” ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার পর আগামী মৌসুম থেকে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ার ঘোষণাও দেন কোহলি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

কোহলিকে নিয়ে দলে অসন্তোষের খবর উড়িয়ে দিল বিসিসিআই

আপডেট সময় : ১২:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : কোথাও খবর হয়েছে, বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে দলে দানা বেঁধেছে অসন্তোষ। কোথাও আবার খবর, অধিনায়কের বিরুদ্ধে ক্রিকেটারদের কয়েকজন অভিযোগ করেছেন বোর্ডের কাছে। বোর্ডের চাপেই দায়িত্ব ছেড়েছেন কোহলি, এমন খবরও হয়েছে। কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর ভারতীয় সংবাদ মাধ্যমে একের পর এক খবর চলছেই। এসব দেখে ক্ষুব্ধ বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুন সিং ধুমাল বললেন, ‘ফালতু’ খবর প্রকাশ বন্ধ করা উচিত।
নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার সময় কোহলি বলেছিলেন, নিজের তাগিদেই তার এই সিদ্ধান্ত। তবে সংবাদমাধ্যম সেই সিদ্ধান্তের পেছনের নানা কারণ খুঁজতে ব্যস্ত। কোহলির ঘোষণার পরপরই খবর প্রকাশিত হয়, বোর্ডের কাছে তিনি অনুরোধ করেছেন যেন রোহিত শর্মাকে সহ-অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়
এরপর আবার খবরে আসে, ভারতীয় দলের ক্রিকেটারদের একাংশ বোর্ডের সচিব জয় শাহর কাছে অভিযোগ করেছেন কোহলির নেতৃত্ব নিয়ে। দুই সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানে বোর্ড সচিবের কাছে কোহলির বিরুদ্ধে অভিযোগ জানান বলেও খবর হয়। তবে টাইমস অব ইন্ডিয়াকে অরুন ধুমাল বললেন, এসব খবরের কোনো ভিত্তি নেই। “মিডিয়ার উচিত এসব ফালতু খবর খেলা বন্ধ করা। আমি এটা প্রকাশ্যে বলছি, কোনো ভারতীয় ক্রিকেটার, লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেনি বিসিসিআইয়ের কাছে। প্রতিটি ভুয়া প্রতিবেদন নিয়ে বিসিসিআই উত্তর দিয়ে যাবে, এটা হতে পারে না। কদিন আগে খবর প্রকাশিত হলো, ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন আসবে। এসব কথা কে বলে তাদেরকে!” ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার পর আগামী মৌসুম থেকে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ার ঘোষণাও দেন কোহলি।