ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু, মিলল চিরকুট

  • আপডেট সময় : ০৬:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কোরীয় অভিনেতা সং জে রিম মারা গেছেন। মঙ্গলবার দুপুরে সিউলের সংডং এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সংয়ের বয়স হয়েছিল ৩৯ বছর। দেশটির সংবাদমাধ্যম সুম্পি জানিয়েছে, বাসা থেকে দুই পৃষ্ঠার একটি চিরকুট পাওয়া গেছে। তবে কীভাবে সংয়ের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। অভিনেতার পরিবার বার্তা সংস্থা ইউনহ্যাপকে জানিয়েছে, তারাও মৃত্যুর কারণ জানতে পারেনি। শিগগিরই শেষকৃত্য করা হবে। অল্প বয়সেই মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সং জে রিম। অভিনয় শুরু করেন ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান সং জে রিম। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় এই অভিনেতা। ২০১২ সালে মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’। এই ধারাবাহিকে রাজার নিরাপত্তারক্ষীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সং জে রিম। ‘টু উইকস’ টেলি সিরিজে তাকে দেখা যায় খুনির ভূমিকায়। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন উ’ সিরিজে নজর কাড়েন সং জে রিম। এখনো তার দুটি নতুন সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আচমকা এভাবে তারকার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু, মিলল চিরকুট

আপডেট সময় : ০৬:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: কোরীয় অভিনেতা সং জে রিম মারা গেছেন। মঙ্গলবার দুপুরে সিউলের সংডং এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সংয়ের বয়স হয়েছিল ৩৯ বছর। দেশটির সংবাদমাধ্যম সুম্পি জানিয়েছে, বাসা থেকে দুই পৃষ্ঠার একটি চিরকুট পাওয়া গেছে। তবে কীভাবে সংয়ের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। অভিনেতার পরিবার বার্তা সংস্থা ইউনহ্যাপকে জানিয়েছে, তারাও মৃত্যুর কারণ জানতে পারেনি। শিগগিরই শেষকৃত্য করা হবে। অল্প বয়সেই মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সং জে রিম। অভিনয় শুরু করেন ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান সং জে রিম। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় এই অভিনেতা। ২০১২ সালে মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’। এই ধারাবাহিকে রাজার নিরাপত্তারক্ষীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সং জে রিম। ‘টু উইকস’ টেলি সিরিজে তাকে দেখা যায় খুনির ভূমিকায়। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন উ’ সিরিজে নজর কাড়েন সং জে রিম। এখনো তার দুটি নতুন সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আচমকা এভাবে তারকার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।