ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

কোয়েস্ট ২ এবং প্রো হেডসেটে আপডেট আনছে মেটা

  • আপডেট সময় : ০৯:৪৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : মাসের শুরুতেই ‘কোয়েস্ট ৩’ ভিআর হেডসেটের ঘোষণা দিলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। যারা কোয়েস্ট ২’র চেয়ে উন্নত হেডসেট ব্যবহার করতে চান, তারা কোয়েস্ট ৩ কিনবেন সন্দেহ নেই। কিন্তু সেটা আসতে তো মেলা দেরি – সেই সেপ্টেম্বরে। ততদিন?
এরই মধ্যে ‘কোয়েস্ট ২’ ও ‘প্রো’ হেডসেটে ‘পারফর্ম্যান্স আপগ্রেডে’র ঘোষণা দিয়েছে মেটা। এর ফলে আরও দীর্ঘদিন হার্ডওয়্যার সাপোর্ট পাবে চলতি হেডসেটগুলো। নতুন এই আপগ্রেড আসবে ‘ভি৫৫’ নামে। এর ফলে, কোয়েস্ট ২’র জিপিইউ’র গতি বাড়বে ১৯ শতাংশ। আর প্রো শ্রেণির হেডসেটের বেলায় সেটি ১১ শতাংশ। মেটার তথ্য অনুসারে, দুটো ভিআর হেডসেটেরই সিপিউ’র কার্যকারিতা বাড়বে ২৬ শতাংশ পর্যন্ত। মেটা বলছে, এই আপগ্রেডে সামগ্রিকভাবে মসৃণ গেইমিং পারফর্মেন্স ও এর চেয়েও বেশি ‘রেসপন্সিভ ইউআই’ ব্যবস্থার সুবিধা পাবেন ব্যবহারকারী। এ ছাড়া, কোম্পানি এতে ‘ডাইনামিক রেজুলিউশন স্কেলিং’ সুবিধাও যোগ করছে। এর ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন তুলনামূলক বেশি পিক্সেলেও নিয়মিত ফ্রেইম রেটের সুবিধা পাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। এই আপগ্রেড মাথায় রেখে বিভিন্ন গেইম ও অ্যাপ আপডেট করতে পারবেন নির্মাতারা। হেডসেটের পারফর্ম্যান্স আপডেট উপভোগের জন্য নিজস্ব ব্লগ পোস্টে জনপ্রিয় গেইম সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড: সেইন্টস অ্যান্ড সিনার্স’-এর উচ্চ রেজুলিউশনের নমুনা ভিডিও দেখিয়েছে মেটা।
নতুন এই পরিবর্তনে কয়েকটি নতুন সফটওয়্যার আপডেটও রয়েছে। এর মধ্যে ‘এক্সপ্লোর’ ট্যাবে এখন ব্যবহারকারীর ফেইসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ও কনটেন্টসহ মেটার বিভিন্ন মিডিয়া কনটেন্ট দেখা যায়। পাশাপাশি, আগের পরীক্ষিত রিলসও রয়েছে এতে। মেটার ভার্চুয়াল জগৎ ‘হরাইজন ওয়ার্ল্ডসে’ও বেশ কিছু নতুন জায়গা যুক্ত হয়েছে। আপাতত ব্যবহারকারীর কাছে ‘ধীরে ধীরে’ এইসব এক্সপ্লোর সংশ্লিষ্ট আপডেট পৌঁছাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ। আগের আপডেটে মেসেঞ্জার’সহ বিভিন্ন ভিআরবিহীন অ্যাপের নোটিফিকেশন ব্যবস্থা চালু করেছিল মেটা। আর এবারের আপডেটে ‘স্ট্যান্ডঅ্যালোন’ মেসেঞ্জার অ্যাপ যোগ করছে কোম্পানিটি। এর ফলে, হেডসেট না সরিয়ে ও স্মার্টফোন না বের করেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
এদিকে, মেটা কোয়েস্ট ব্রাউজারে ‘মাল্টি টাচ জেশ্চাচার’ সুবিধা চালু হচ্ছে। এর ফলে কেবল টাচ কন্ট্রোলারই নয় বরং হাতের অঙ্গভঙ্গি ব্যবহার করেও বিভিন্ন কনটেন্ট ‘জুম ইন বা আউট করতে’ ও সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুবিধা পাবেন ব্যবহারকারী। এটা অনেকটা কোম্পানির আরেক আসন্ন হেডসেটের ‘হ্যান্ড কনট্রোল সুবিধার ঝলক পাওয়ার মতো বিষয়’ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউনূস-রুবিও ফোনালাপ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে জোর

কোয়েস্ট ২ এবং প্রো হেডসেটে আপডেট আনছে মেটা

আপডেট সময় : ০৯:৪৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

প্রযুক্তি ডেস্ক : মাসের শুরুতেই ‘কোয়েস্ট ৩’ ভিআর হেডসেটের ঘোষণা দিলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। যারা কোয়েস্ট ২’র চেয়ে উন্নত হেডসেট ব্যবহার করতে চান, তারা কোয়েস্ট ৩ কিনবেন সন্দেহ নেই। কিন্তু সেটা আসতে তো মেলা দেরি – সেই সেপ্টেম্বরে। ততদিন?
এরই মধ্যে ‘কোয়েস্ট ২’ ও ‘প্রো’ হেডসেটে ‘পারফর্ম্যান্স আপগ্রেডে’র ঘোষণা দিয়েছে মেটা। এর ফলে আরও দীর্ঘদিন হার্ডওয়্যার সাপোর্ট পাবে চলতি হেডসেটগুলো। নতুন এই আপগ্রেড আসবে ‘ভি৫৫’ নামে। এর ফলে, কোয়েস্ট ২’র জিপিইউ’র গতি বাড়বে ১৯ শতাংশ। আর প্রো শ্রেণির হেডসেটের বেলায় সেটি ১১ শতাংশ। মেটার তথ্য অনুসারে, দুটো ভিআর হেডসেটেরই সিপিউ’র কার্যকারিতা বাড়বে ২৬ শতাংশ পর্যন্ত। মেটা বলছে, এই আপগ্রেডে সামগ্রিকভাবে মসৃণ গেইমিং পারফর্মেন্স ও এর চেয়েও বেশি ‘রেসপন্সিভ ইউআই’ ব্যবস্থার সুবিধা পাবেন ব্যবহারকারী। এ ছাড়া, কোম্পানি এতে ‘ডাইনামিক রেজুলিউশন স্কেলিং’ সুবিধাও যোগ করছে। এর ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন তুলনামূলক বেশি পিক্সেলেও নিয়মিত ফ্রেইম রেটের সুবিধা পাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। এই আপগ্রেড মাথায় রেখে বিভিন্ন গেইম ও অ্যাপ আপডেট করতে পারবেন নির্মাতারা। হেডসেটের পারফর্ম্যান্স আপডেট উপভোগের জন্য নিজস্ব ব্লগ পোস্টে জনপ্রিয় গেইম সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড: সেইন্টস অ্যান্ড সিনার্স’-এর উচ্চ রেজুলিউশনের নমুনা ভিডিও দেখিয়েছে মেটা।
নতুন এই পরিবর্তনে কয়েকটি নতুন সফটওয়্যার আপডেটও রয়েছে। এর মধ্যে ‘এক্সপ্লোর’ ট্যাবে এখন ব্যবহারকারীর ফেইসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ও কনটেন্টসহ মেটার বিভিন্ন মিডিয়া কনটেন্ট দেখা যায়। পাশাপাশি, আগের পরীক্ষিত রিলসও রয়েছে এতে। মেটার ভার্চুয়াল জগৎ ‘হরাইজন ওয়ার্ল্ডসে’ও বেশ কিছু নতুন জায়গা যুক্ত হয়েছে। আপাতত ব্যবহারকারীর কাছে ‘ধীরে ধীরে’ এইসব এক্সপ্লোর সংশ্লিষ্ট আপডেট পৌঁছাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ। আগের আপডেটে মেসেঞ্জার’সহ বিভিন্ন ভিআরবিহীন অ্যাপের নোটিফিকেশন ব্যবস্থা চালু করেছিল মেটা। আর এবারের আপডেটে ‘স্ট্যান্ডঅ্যালোন’ মেসেঞ্জার অ্যাপ যোগ করছে কোম্পানিটি। এর ফলে, হেডসেট না সরিয়ে ও স্মার্টফোন না বের করেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
এদিকে, মেটা কোয়েস্ট ব্রাউজারে ‘মাল্টি টাচ জেশ্চাচার’ সুবিধা চালু হচ্ছে। এর ফলে কেবল টাচ কন্ট্রোলারই নয় বরং হাতের অঙ্গভঙ্গি ব্যবহার করেও বিভিন্ন কনটেন্ট ‘জুম ইন বা আউট করতে’ ও সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুবিধা পাবেন ব্যবহারকারী। এটা অনেকটা কোম্পানির আরেক আসন্ন হেডসেটের ‘হ্যান্ড কনট্রোল সুবিধার ঝলক পাওয়ার মতো বিষয়’ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।