ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

কোয়ালকম চিপেই মাইক্রোসফটের সস্তা এআই ল্যাপটপ

  • আপডেট সময় : ০৮:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: কোয়ালকমের চিপওয়ালা নতুন এআই ল্যাপটপ ও ট্যাবলেট আগের চেয়ে সাশ্রয়ী দামে বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। মঙ্গলবার (৬ মে) কোম্পানিটি বলেছে, এ উদ্যোগের মাধ্যমে আরো বেশি ব্যবহারকারীর কাছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার পৌঁছে দিতে চায় তারা।

নতুন ১৩ ইঞ্চির ‘সারফেইস’ ল্যাপটপ ও ১২ ইঞ্চির ‘সারফেইস প্রো’ ট্যাবলেট এ মাসের ২০ মে বাজারে আসবে। ল্যাপটপের মূল্য আটশ ৯৯ ডলার ও ট্যাবলেটের মূল্য সাতশ ৯৯ ডলার থেকে শুরু হবে। দুটি ডিভাইসেই কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন এক্স প্লাস’ নামের চিপ থাকবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

মাইক্রোসফটের এসব নতুন পণ্য হবে এখন পর্যন্ত কোম্পানিটির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ডিভাইস, যেগুলোতে থাকবে তাদের চালু করা ‘কোপাইলট প্লাস’ ফিচারের সুবিধা। এসব ফিচারের মধ্যে রয়েছে কম্পিউটারের সেটিং বদলাতে প্রশ্ন করেই জানা যাবে ‘কিভাবে ব্রাইটনেস বাড়াবো?’, যার জন্য মেনু খুঁজে বের করতে হবে না। আবার ওয়ার্ড ডকুমেন্টের খসড়া তৈরির জন্য এআইয়ের সাহায্য নিতে পারবেন ব্যবহারকারীরা।

রয়টার্স লিখেছে, মাইক্রোসফট ‘কোপাইলট প্লাস’ ফিচার চালাতে হলে কিছু নির্দিষ্ট ধরনের শক্তিশালী চিপ দরকার। তাই এসব এআই ফিচার সাধারণত কেবল সেই ডিভাইসেই চলে যেগুলোর দাম এক হাজার ডলার বা তার বেশি, এ তুলনায় মাইক্রোসফটের ডিভাইস দুটি সাশ্রয়ী মূল্যের।

মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইস বিভাগের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট পাভান দাভুলুরি বলেছেন, নতুন ‘সারফেইস’ ডিভাইস তৈরি করা হয়েছে যেন আরো বেশি মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও ক্যারিয়ারের শুরুতে থাকা তরুণ পেশাজীবীরা এসব ফিচার ব্যবহার করতে পারেন। আমরা মনে করি, এই নতুন সারফেইস প্রো ট্যাবলেট ও ল্যাপটপ এমন গ্রাহকদের জন্য যাদের সাশ্রয়ী দামে ভালো ডিভাইস পাওয়া গুরুত্বপূর্ণ।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কোয়ালকম চিপেই মাইক্রোসফটের সস্তা এআই ল্যাপটপ

আপডেট সময় : ০৮:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রযুক্তি ডেস্ক: কোয়ালকমের চিপওয়ালা নতুন এআই ল্যাপটপ ও ট্যাবলেট আগের চেয়ে সাশ্রয়ী দামে বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। মঙ্গলবার (৬ মে) কোম্পানিটি বলেছে, এ উদ্যোগের মাধ্যমে আরো বেশি ব্যবহারকারীর কাছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার পৌঁছে দিতে চায় তারা।

নতুন ১৩ ইঞ্চির ‘সারফেইস’ ল্যাপটপ ও ১২ ইঞ্চির ‘সারফেইস প্রো’ ট্যাবলেট এ মাসের ২০ মে বাজারে আসবে। ল্যাপটপের মূল্য আটশ ৯৯ ডলার ও ট্যাবলেটের মূল্য সাতশ ৯৯ ডলার থেকে শুরু হবে। দুটি ডিভাইসেই কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন এক্স প্লাস’ নামের চিপ থাকবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

মাইক্রোসফটের এসব নতুন পণ্য হবে এখন পর্যন্ত কোম্পানিটির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ডিভাইস, যেগুলোতে থাকবে তাদের চালু করা ‘কোপাইলট প্লাস’ ফিচারের সুবিধা। এসব ফিচারের মধ্যে রয়েছে কম্পিউটারের সেটিং বদলাতে প্রশ্ন করেই জানা যাবে ‘কিভাবে ব্রাইটনেস বাড়াবো?’, যার জন্য মেনু খুঁজে বের করতে হবে না। আবার ওয়ার্ড ডকুমেন্টের খসড়া তৈরির জন্য এআইয়ের সাহায্য নিতে পারবেন ব্যবহারকারীরা।

রয়টার্স লিখেছে, মাইক্রোসফট ‘কোপাইলট প্লাস’ ফিচার চালাতে হলে কিছু নির্দিষ্ট ধরনের শক্তিশালী চিপ দরকার। তাই এসব এআই ফিচার সাধারণত কেবল সেই ডিভাইসেই চলে যেগুলোর দাম এক হাজার ডলার বা তার বেশি, এ তুলনায় মাইক্রোসফটের ডিভাইস দুটি সাশ্রয়ী মূল্যের।

মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইস বিভাগের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট পাভান দাভুলুরি বলেছেন, নতুন ‘সারফেইস’ ডিভাইস তৈরি করা হয়েছে যেন আরো বেশি মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও ক্যারিয়ারের শুরুতে থাকা তরুণ পেশাজীবীরা এসব ফিচার ব্যবহার করতে পারেন। আমরা মনে করি, এই নতুন সারফেইস প্রো ট্যাবলেট ও ল্যাপটপ এমন গ্রাহকদের জন্য যাদের সাশ্রয়ী দামে ভালো ডিভাইস পাওয়া গুরুত্বপূর্ণ।

আজকের প্রত্যাশা/কেএমএএ