ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

কোভিড: ২৪ ঘণ্টায় শনাক্ত নেমেছে ৪ জনে

  • আপডেট সময় : ০৮:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারীতে দুই বছর বন্ধ থাকার পর ঈদুল ফিতরের পরদিন বুধবার ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করে হাজার হাজার দর্শনার্থী; দিনভর মুখর ছিল পুরো এলাকা। ছবি: আসিফ মাহমুদ অভি
করোনাভাইরাস মহামারীতে দুই বছর বন্ধ থাকার পর ঈদুল ফিতরের পরদিন বুধবার ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করে হাজার হাজার দর্শনার্থী; দিনভর মুখর ছিল পুরো এলাকা। ছবি: আসিফ মাহমুদ অভি
গত একদিনে দেশের ৬৪ জেলার মধ্যে কেবল দুই জেলায় চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
বাংলাদেশে এরচেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সেই মহামারীর শুরুর দিকে, ২০২০ সালের ২ এপ্রিল, সেদিন দুজন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
ঈদের ছুটির মধ্যে শনাক্তের হারও নেমে এসেছে শুন্য দশমিক ২০ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন কারও মৃত্যুর খবরও আসেনি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষা করে ওই চারজন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজন ঢাকার এবং একজন কক্সবাজার জেলার বাসিন্দা। দেশের বাকি ৬২ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।
নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ১৮ শতাংশে। আগের দিন এই হার শূন্য দশমিক ৬০ শতাংশ ছিল।
দৈনিক শনাক্তের এই হার ২০২০ সালের ২৯ মার্চের পর সর্বনি¤œ। সেদিন ১০৯ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জন।
এ নিয়ে টানা পঞ্চদশ দিন কোভিডে মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ। তাতে মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জনে রয়েছে।
করোনাভাইরাস মহামারীর শুরুর দিকে ২০২০ সালের ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে একটানা ১৫দিন কখনোই মৃত্যুহীন ছিল না।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ২৫৭ জন। তাদের নিয়ে ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ সুস্থ হয়ে উঠলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কোভিড: ২৪ ঘণ্টায় শনাক্ত নেমেছে ৪ জনে

আপডেট সময় : ০৮:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারীতে দুই বছর বন্ধ থাকার পর ঈদুল ফিতরের পরদিন বুধবার ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করে হাজার হাজার দর্শনার্থী; দিনভর মুখর ছিল পুরো এলাকা। ছবি: আসিফ মাহমুদ অভি
করোনাভাইরাস মহামারীতে দুই বছর বন্ধ থাকার পর ঈদুল ফিতরের পরদিন বুধবার ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করে হাজার হাজার দর্শনার্থী; দিনভর মুখর ছিল পুরো এলাকা। ছবি: আসিফ মাহমুদ অভি
গত একদিনে দেশের ৬৪ জেলার মধ্যে কেবল দুই জেলায় চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
বাংলাদেশে এরচেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সেই মহামারীর শুরুর দিকে, ২০২০ সালের ২ এপ্রিল, সেদিন দুজন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
ঈদের ছুটির মধ্যে শনাক্তের হারও নেমে এসেছে শুন্য দশমিক ২০ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন কারও মৃত্যুর খবরও আসেনি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষা করে ওই চারজন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজন ঢাকার এবং একজন কক্সবাজার জেলার বাসিন্দা। দেশের বাকি ৬২ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।
নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ১৮ শতাংশে। আগের দিন এই হার শূন্য দশমিক ৬০ শতাংশ ছিল।
দৈনিক শনাক্তের এই হার ২০২০ সালের ২৯ মার্চের পর সর্বনি¤œ। সেদিন ১০৯ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জন।
এ নিয়ে টানা পঞ্চদশ দিন কোভিডে মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ। তাতে মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জনে রয়েছে।
করোনাভাইরাস মহামারীর শুরুর দিকে ২০২০ সালের ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে একটানা ১৫দিন কখনোই মৃত্যুহীন ছিল না।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ২৫৭ জন। তাদের নিয়ে ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ সুস্থ হয়ে উঠলেন।