ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে একদিনে ১০১৭ মৃত্যু

  • আপডেট সময় : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ৫৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপের মধ্যে একদিনে এক হাজারেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার রাজ্যগুলোর দেওয়া তথ্য নিয়ে রয়টার্সের করা টালিতে দেখা গেছে, এদিন যুক্তরাষ্ট্রজুড়ে ১০১৭ জনের মৃত্যু হয়েছে। এতে সরকারিভাবে ঘোষিত মৃত্যুর সংখ্যায় বিশ্বের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃতের মোট সংখ্যা প্রায় ছয় লাখ ২৩ হাজারে দাঁড়িয়েছে।
সর্বশেষ মার্চে যুক্তরাষ্ট্রে এক হাজারের বেশি দৈনিক মৃত্যু রেকর্ড করা হয়েছিল। এরপর গত মাসে দেশটিতে করোনাভাইরাজনিত মৃত্যুর সংখ্যা ফের বাড়তে শুরু করে দৈনিক গড় ৭৬৯ হয়ে দাঁড়ায়। রয়টার্সের টালি অনুযায়ী মধ্য এপ্রিলের পর দৈনিক মৃত্যুর এটিই সর্বোচ্চ গড়।
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নিশ্চিত করে জানিয়েছে, তারা ভ্রমণকারীদের জন্য উড়োজাহাজে, ট্রেন ও বাসে এবং বিমানবন্দর ও ট্রেন স্টেশনে মাস্ক পরার বাধ্যবাধকতা মধ্য জানুয়ারি পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে।
অন্যান্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রেও ডেল্টা ভ্যারিয়েন্ট বড় ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন এই হুমকির মুখে টিকা দেওয়ার গতি বাড়ানো শুরু করেছেন দেশটির কর্র্মতারা।
টিকা নেওয়ার জন্য সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রথমে অর্থ ও অন্যান্য প্রণোদনা দেওয়ার প্রস্তাব করলেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এখন কিছু কোম্পানি ও রাজ্য কর্মীদের চাকরি বাঁচাতে হলে এবং নিয়মিত পরীক্ষার মুখোমুখি হওয়া এড়াতে চাইলে বাধ্যতামূলকভাবে টিকা নিতে হবে বলে জানিয়েছে। গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে কোভিডজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে। হাসপাতালে রোগীর স্রোত অব্যাহত আছে।
যুক্তরাষ্ট্র গত ১২ দিন ধরে দৈনিক গড়ে এক লাখেরও বেশি রোগী শনাক্তের কথা জানাচ্ছে। ছয় মাসের মধ্যে এই গড় সর্বোচ্চ বলে জানাচ্ছে রয়টার্সের টালি। যুক্তরাষ্টের দক্ষিণাঞ্চল নতুন এ প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হয়ে উঠেছে।
শনাক্ত নতুন রোগীদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোটও আছেন। মঙ্গলবার পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এলেও শেষ খবর পর্যন্ত অসুস্থতার কোনো লক্ষণ ছিল না বলে তার দপ্তর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রজুড়ে কোভিড আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে কোভিড আক্রান্ত ১৮৩৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগ জানিয়েছে।
করোনাভাইরাসের মূল ধরন আলফ ভ্যারিয়েন্ট থেকে ডেল্টা ভ্যারিয়েন্টে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন।
কোভিড-১৯ আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত মোট রোগীর সংখ্যা তিন কোটি ৭০ লাখ ১৭ হাজারেরও বেশি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে একদিনে ১০১৭ মৃত্যু

আপডেট সময় : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপের মধ্যে একদিনে এক হাজারেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার রাজ্যগুলোর দেওয়া তথ্য নিয়ে রয়টার্সের করা টালিতে দেখা গেছে, এদিন যুক্তরাষ্ট্রজুড়ে ১০১৭ জনের মৃত্যু হয়েছে। এতে সরকারিভাবে ঘোষিত মৃত্যুর সংখ্যায় বিশ্বের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃতের মোট সংখ্যা প্রায় ছয় লাখ ২৩ হাজারে দাঁড়িয়েছে।
সর্বশেষ মার্চে যুক্তরাষ্ট্রে এক হাজারের বেশি দৈনিক মৃত্যু রেকর্ড করা হয়েছিল। এরপর গত মাসে দেশটিতে করোনাভাইরাজনিত মৃত্যুর সংখ্যা ফের বাড়তে শুরু করে দৈনিক গড় ৭৬৯ হয়ে দাঁড়ায়। রয়টার্সের টালি অনুযায়ী মধ্য এপ্রিলের পর দৈনিক মৃত্যুর এটিই সর্বোচ্চ গড়।
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নিশ্চিত করে জানিয়েছে, তারা ভ্রমণকারীদের জন্য উড়োজাহাজে, ট্রেন ও বাসে এবং বিমানবন্দর ও ট্রেন স্টেশনে মাস্ক পরার বাধ্যবাধকতা মধ্য জানুয়ারি পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে।
অন্যান্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রেও ডেল্টা ভ্যারিয়েন্ট বড় ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন এই হুমকির মুখে টিকা দেওয়ার গতি বাড়ানো শুরু করেছেন দেশটির কর্র্মতারা।
টিকা নেওয়ার জন্য সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রথমে অর্থ ও অন্যান্য প্রণোদনা দেওয়ার প্রস্তাব করলেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এখন কিছু কোম্পানি ও রাজ্য কর্মীদের চাকরি বাঁচাতে হলে এবং নিয়মিত পরীক্ষার মুখোমুখি হওয়া এড়াতে চাইলে বাধ্যতামূলকভাবে টিকা নিতে হবে বলে জানিয়েছে। গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে কোভিডজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে। হাসপাতালে রোগীর স্রোত অব্যাহত আছে।
যুক্তরাষ্ট্র গত ১২ দিন ধরে দৈনিক গড়ে এক লাখেরও বেশি রোগী শনাক্তের কথা জানাচ্ছে। ছয় মাসের মধ্যে এই গড় সর্বোচ্চ বলে জানাচ্ছে রয়টার্সের টালি। যুক্তরাষ্টের দক্ষিণাঞ্চল নতুন এ প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হয়ে উঠেছে।
শনাক্ত নতুন রোগীদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোটও আছেন। মঙ্গলবার পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এলেও শেষ খবর পর্যন্ত অসুস্থতার কোনো লক্ষণ ছিল না বলে তার দপ্তর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রজুড়ে কোভিড আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে কোভিড আক্রান্ত ১৮৩৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগ জানিয়েছে।
করোনাভাইরাসের মূল ধরন আলফ ভ্যারিয়েন্ট থেকে ডেল্টা ভ্যারিয়েন্টে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন।
কোভিড-১৯ আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত মোট রোগীর সংখ্যা তিন কোটি ৭০ লাখ ১৭ হাজারেরও বেশি।