ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

কোভিড পজিটিভ অশ্বিন আটকা পড়লেন দেশে

  • আপডেট সময় : ১২:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : যুক্তরাজ্য সফরে ভারতীয় দলের সদস্যরা দেশ ছেড়েছেন গত বৃহস্পতিবার। রবিচন্দ্রন অশ্বিনও তাদের সঙ্গে এখন সেখানে বলেই ধরে নেওয়া হয়েছিল। তবে এতদিনে জানা গেল, কোভিড পজিটিভ হয়ে তিনি এখনও দেশেই আছেন! সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় বোর্ডের একটি সূত্র জানিয়েছে, দেশ ছাড়ার আগে নিয়মিত পরীক্ষায় কোভিড পজিটিভ হয়ে অশ্বিন এখন কোয়ারেন্টিনে আছেন। তবে ১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর আগেই এই অফ স্পিনার সুস্থ হয়ে দলে যোগ দেবেন বলে আশা বোর্ডের। লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অবশ্য তাকে পাওয়ার সম্ভাবনা কম। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে আগামী রোববার ও মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এই দলে অশ্বিন নেই আগে থেকেই। টেস্ট ম্যাচটি হবে এজবাস্টনে। গত বছর চার টেস্ট হওয়ার পর কোভিডের প্রকোপে দেশে ফিরে গিয়েছিল ভারত। সেসময় তারা এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। তখন স্থগিত হওয়া ম্যাচটি হবে এবার। এরপর ইংলিশদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডেও খেলবে ভারত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কোভিড পজিটিভ অশ্বিন আটকা পড়লেন দেশে

আপডেট সময় : ১২:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

ক্রীড়া ডেস্ক : যুক্তরাজ্য সফরে ভারতীয় দলের সদস্যরা দেশ ছেড়েছেন গত বৃহস্পতিবার। রবিচন্দ্রন অশ্বিনও তাদের সঙ্গে এখন সেখানে বলেই ধরে নেওয়া হয়েছিল। তবে এতদিনে জানা গেল, কোভিড পজিটিভ হয়ে তিনি এখনও দেশেই আছেন! সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় বোর্ডের একটি সূত্র জানিয়েছে, দেশ ছাড়ার আগে নিয়মিত পরীক্ষায় কোভিড পজিটিভ হয়ে অশ্বিন এখন কোয়ারেন্টিনে আছেন। তবে ১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর আগেই এই অফ স্পিনার সুস্থ হয়ে দলে যোগ দেবেন বলে আশা বোর্ডের। লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অবশ্য তাকে পাওয়ার সম্ভাবনা কম। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে আগামী রোববার ও মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এই দলে অশ্বিন নেই আগে থেকেই। টেস্ট ম্যাচটি হবে এজবাস্টনে। গত বছর চার টেস্ট হওয়ার পর কোভিডের প্রকোপে দেশে ফিরে গিয়েছিল ভারত। সেসময় তারা এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। তখন স্থগিত হওয়া ম্যাচটি হবে এবার। এরপর ইংলিশদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডেও খেলবে ভারত।