ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

কোভিডে আরও ৪ মৃত্যু, নতুন রোগীদের ৯১% ঢাকায়

  • আপডেট সময় : ০২:২১:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে গত এক দিনে আরও চারজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে ২৬৮ জনের মধ্যে, যাদের ৯১ শতাংশই ঢাকা জেলার বাসিন্দা।
গতকাল রোববার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছ
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৪৭ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।
গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ২৪৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৫২টি জেলায় কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।
এই সময়ে দৈনিক শনাক্তের হার ফের ২ শতাংশের নিচে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭২টি নমুনা পরীক্ষা কর হয়েছে, তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৫৭ শতাংশ।
প্রায় দুই মাসের বেশি সময় পর গত শুক্রবার দৈনিক শনাক্তের হার দুই শতাংশের উপরে উঠে গিয়েছিল। শুক্রবার শনাক্তের হার ছিল ২ দশমিক ০২ শতাংশ। শনিবার ছিল ২ দশমিক ০১ শতাংশ।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

কোভিডে আরও ৪ মৃত্যু, নতুন রোগীদের ৯১% ঢাকায়

আপডেট সময় : ০২:২১:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশে গত এক দিনে আরও চারজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে ২৬৮ জনের মধ্যে, যাদের ৯১ শতাংশই ঢাকা জেলার বাসিন্দা।
গতকাল রোববার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছ
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৪৭ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।
গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ২৪৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৫২টি জেলায় কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।
এই সময়ে দৈনিক শনাক্তের হার ফের ২ শতাংশের নিচে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭২টি নমুনা পরীক্ষা কর হয়েছে, তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৫৭ শতাংশ।
প্রায় দুই মাসের বেশি সময় পর গত শুক্রবার দৈনিক শনাক্তের হার দুই শতাংশের উপরে উঠে গিয়েছিল। শুক্রবার শনাক্তের হার ছিল ২ দশমিক ০২ শতাংশ। শনিবার ছিল ২ দশমিক ০১ শতাংশ।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।