ক্রীড়া ডেস্ক : ব্রাজিল সরকার কোপা আমেরিকা আয়োজনের ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়ার পরই প্রশ্ন তুলল বিরোধী দল। তাদের আবেদনের প্রেক্ষিতে ব্রাজিল সরকারের কাছে কোপা আমেরিকার আয়োজন নিয়ে তথ্য চেয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের এক বিচারক। এজন্য পাঁচ দিনের সময়ও বেঁধে দিয়েছেন তিনি।
কলম্বিয়া ও আর্জেন্টিনা থেকে সরিয়ে কোপা আমেরিকার আয়োজক হিসেবে ব্রাজিলের নাম সোমবার ঘোষণা করে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল)। পরদিন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো জানান, তার মন্ত্রিসভা ও সরকার টুর্নামেন্টটি আয়োজনে সম্মত হয়েছে।
কিন্তু ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতির কারণে কোপা আমেরিকার আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধ দল ওয়ার্কাস পার্টি। তাদের আবেদনের প্রেক্ষিতে দেশের করোনাভাইরাস পরিস্থিতি, জনস্বাস্থ্যের ঝুঁকি এসব বিবেচনায় নিয়ে বোলসোনারোর সরকারের কাছে তথ্য চেয়েছেন বিচারক রিকার্দো লেভানদোভস্কি। ফলে কোপা আমেরিকার ভবিষ্যৎ পড়ে গেছে অনিশ্চয়তার মধ্যে।
কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল এবারের আসর। কিন্তু কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলায় গত ২০ মে সেখান থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার কথা জানায় কনমেবল। পরে আর্জেন্টিনা চেয়েছিল এককভাবে আয়োজন করতে। কিন্তু দেশটির করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানেও আসর না হওয়ার কথা গত রোববার জানানো হয়।
আর্জেন্টিনাকে আয়োজক থেকে বাদ দেওয়ার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ব্রাজিলকে আয়োজক হিসেবে ঘোষণা করে কনমেবল। নির্ধারিত ১৩ জুনেই শুরু হবে আসরটি। শেষ হবে ১০ জুলাই। তবে আয়োজক শহর এবং ম্যাচগুলোর বিস্তারিত এখনও জানানো হয়নি।
ব্রাজিলেও করোনাভাইরাস পরিস্থিতি ভালো নয়। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে চার লাখের বেশি মানুষ মারা গেছে দেশটিতে। দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে বর্তমান সময়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে তারা শীর্ষে এবং বিশ্বের হিসাবে দ্বিতীয়।
এর আগে পাঁচবার কোপা আমেরিকা আয়োজন করেছে ব্রাজিল এবং প্রতিবারই শিরোপা জিতেছে তারা।
দক্ষিণ আমেরিকার মহাদেশ সেরা ফুটবল প্রতিযোগিতাটির এবারের আসর হওয়ার কথা ছিল গত বছর। তবে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীতে তা এক বছর পিছিয়ে যায়।
কোপা আমেরিকা: ব্রাজিল সরকারের কাছে তথ্য চায় আদালত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ