সোহেল রানা, কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন, আমাদের জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সম্ভবত ডিসেম্বর মাসের ৫ তারিখে তফসিল ঘোষণা হবে। এই তফসিল ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রতিক্ষীত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, দীর্ঘ প্রায় সতের বছর এদেশের মানুষ তাদের স্বাধীন ও ইচ্ছামতো ভোট দিতে পারেনি, নিজের ভোট নিজে দিতে পারেনি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচনের মাধ্যমে ভোটের রাজনীতিকে সে চিরতরে বন্ধ করে দিতে তার ইচ্ছামতো একটি নির্বাচন কমিশন গঠন করে। যেখানে দিনের ভোট রাতে দিয়ে বা বিনা ভোটে সিলেক্টেড স্বৈরাচারি সরকার দীর্ঘদিন মানুষের কাঁধে চেপে বসেছিল।
তিনি আরো বলেন, জনগণের আন্দোলনে সেই সরকারের পতন হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচনকে বিভিন্নভাবে বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশি বহু ষড়যন্ত্র হচ্ছে।
তাই আপনাদের সজাগ থাকতে হবে। আপনারা বিগত ১৬-১৭ বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন।
কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিগত সময়ে রাজপথে থেকে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, আপনারা লক্ষ্য করছেন, স্বৈরাচারি সরকারের কিছু দোসর এখনো দেশে বিভিন্ন রকম রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে বহু স্বৈরাচারির পতন ঘটেছে, সামনে যত ষড়যন্ত্র আসুক সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ভোটের অধিকার বাস্তবায়ন করে গণতন্ত্রকে পরিপূর্ণতা দান করাই বিএনপির লক্ষ্য। আমাদের নেতা তারেক রহমানের যোগ্য নেতৃত্ব বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে এবং সরকার গঠন হবে ইনশাল্লাহ।
তিনি বলেন, আমাদের গাজীপুর ১ আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি। এক সপ্তাহের মধ্যে ঘোষণা হবে। আপনারা ভালো সংবাদ পাবেন, সুসংবাদ পাবেন।
বাবুল বলেন, আপনাদের সাথে নিয়ে প্রায় ত্রিশ বছর রাজপথে ছিলাম। কোনো অত্যাচার, নির্যাতন, এমনকি গুলির মুখ থেকেও সরে যাইনি। আপনাদের সাথে নিয়ে দলকে ও দেশকে সুসংগঠিত করব আগামী নির্বাচনের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য শ্রী বিধান কৃষ্ণ বর্মন। এ সময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এডঃ রফিকুল ইসলাম, বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আযম খান, গাজীপুর জেলা যুবদলের কয়েকজন যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ তালুকদার, মহসিন সরকার, মোঃ নাজমুল হোসেন মন্ডল, এডঃ মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সানা/ওআ/২০/১১/২০২৫























