ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

কোনো প্রার্থীকে অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত বলা সমীচীন নয়: তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি মন্তব্যকে অ-সমীচীন বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এমন বর্ণনা দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত নানা কর্মসূচি ও মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি ফেসবুকে দেখলাম রিজভী সাহেব ঢাকা-১৭ আসনের একজন প্রার্থীর বিষয়ে বলেছেন, ‘সে অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত’। কোনো প্রার্থীকে এ রকম অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত বলা সমীচীন নয়। এর আগে ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ গ্রন্থটি প্রকাশের জন্য পিআইবিকে ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কিছুদিন সাংবাদিকতাও করেছেন এবং সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধুর শুধু ঘনিষ্ঠ বললে ভুল হবে, আত্মিক সম্পর্ক ছিল। বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে সাংবাদিকদের প্রায় সবাইকেই চিনতেন, তাদের ব্যক্তিগত খোঁজখবর রাখতেন। তাদের প্রয়োজনেও তিনি সাড়া দিতেন। বঙ্গবন্ধুর এই অসাধারণ গুণটি ছিল। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে সেই বিদগ্ধ সাংবাদিকদের লেখনীর সংকলন এই বইটি আমরা যারা রাজনীতি করি, তাদের জন্য তো বটেই যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্যও অত্যন্ত উপযোগী। পিআইবির গবেষক আকিল উজ জামান খান ও পপি দেবী থাপা বইয়ের মোড়ক উন্মোচনে অংশ নেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কোনো প্রার্থীকে অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত বলা সমীচীন নয়: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি মন্তব্যকে অ-সমীচীন বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এমন বর্ণনা দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত নানা কর্মসূচি ও মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি ফেসবুকে দেখলাম রিজভী সাহেব ঢাকা-১৭ আসনের একজন প্রার্থীর বিষয়ে বলেছেন, ‘সে অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত’। কোনো প্রার্থীকে এ রকম অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত বলা সমীচীন নয়। এর আগে ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ গ্রন্থটি প্রকাশের জন্য পিআইবিকে ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কিছুদিন সাংবাদিকতাও করেছেন এবং সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধুর শুধু ঘনিষ্ঠ বললে ভুল হবে, আত্মিক সম্পর্ক ছিল। বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে সাংবাদিকদের প্রায় সবাইকেই চিনতেন, তাদের ব্যক্তিগত খোঁজখবর রাখতেন। তাদের প্রয়োজনেও তিনি সাড়া দিতেন। বঙ্গবন্ধুর এই অসাধারণ গুণটি ছিল। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে সেই বিদগ্ধ সাংবাদিকদের লেখনীর সংকলন এই বইটি আমরা যারা রাজনীতি করি, তাদের জন্য তো বটেই যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্যও অত্যন্ত উপযোগী। পিআইবির গবেষক আকিল উজ জামান খান ও পপি দেবী থাপা বইয়ের মোড়ক উন্মোচনে অংশ নেন।