ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

কে কী বলল, শোনার দরকার নেই, নির্ধারিত সময়েই ভোট: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : ০১:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

শনিবার মোহাম্মদপুরে কৃষি মার্কেট সংলগ্ন নতুন কাঁচা বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীল আলম চৌধুরী -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ‘প্রধান উপদেষ্টার ঘোষণা করা সময়েই’ নির্বাচন হওয়ার বিষয়ে জোর দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীল আলম চৌধুরী বলেছেন, কে কী বলল, শোনার দরকার নেই। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবেন না বলে মন্তব্যও করেছেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেট সংলগ্ন নতুন কাঁচা বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম চৌধুরী এসময় বাজার পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন। সাংবাদিকরা জানতে চান প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে দেওয়া হবে না বলে কোনো কোনো রাজনৈতিক দল জোর দিয়ে বলছে। জবাবে জাহাঙ্গীর আলম বলেন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, ওটার উপরে কারো কোনো কথা নেই। উনি যে মাসের কথা বলেছেন, সে মাসে নির্বাচন হবে। কে কী বলল, ওটা শোনার আমাদের দরকার নেই। তিনি বলেন, অনেকে অনেক কথা বলবে, তবে জনগণ যখন নির্বাচনমুখী হবে কেউ বাধা দিতে পারবে না, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। স্বরাষ্ট্র উপদেষ্টার মতে, এর কারণ রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে।

জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে গেল ৫ আগস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। পরদিন প্রধান উপদেষ্টার কার্যালয় নিবার্চনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়। তবে ১২ আগস্ট এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে বলে জোরে দিয়ে বলেছেন। বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে; ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এর ব্যাখ্যায় তিনি বলেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে।

আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। ইতিবাচক সাড়া দিলেও জামায়াতে ইসলামী বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে নির্বাচনের সময় ঘোষণা করায় দলটি ‘বিস্মিত ও হতবাক’।

গত শুক্রবার (১৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে মন্তব্য করে বলেছেন, এমন কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। এরই মধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আশা করছি, সেটি সবার সহযোগিতায় সম্ভব হবে।

সম্প্রতি একজন সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার জানে আলম অপুর যে ভিডিও ছড়িয়েছে সেখানে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নাম আসে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ সম্পর্কে এখানে আমি কিছু বলবো না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কোনো ঘটনা ঘটলে তা সাথে সাথে আইনের আওতায় আনা হবে। কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না। যত বড় চাঁদাবাজই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। কাঁচাবাজারে সবজির দাম বাড়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বিভিন্নস্থানে পানি বৃদ্ধি পাওয়ায় সবজির দাম বেড়েছে। তবে তুলনামূলকভাবে আলুর দাম সেভাবে বাড়ে নাই। প্রচুর আলু কোল্ডস্টোরেজে আছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে কী বলল, শোনার দরকার নেই, নির্ধারিত সময়েই ভোট: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ‘প্রধান উপদেষ্টার ঘোষণা করা সময়েই’ নির্বাচন হওয়ার বিষয়ে জোর দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীল আলম চৌধুরী বলেছেন, কে কী বলল, শোনার দরকার নেই। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবেন না বলে মন্তব্যও করেছেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেট সংলগ্ন নতুন কাঁচা বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম চৌধুরী এসময় বাজার পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন। সাংবাদিকরা জানতে চান প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে দেওয়া হবে না বলে কোনো কোনো রাজনৈতিক দল জোর দিয়ে বলছে। জবাবে জাহাঙ্গীর আলম বলেন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, ওটার উপরে কারো কোনো কথা নেই। উনি যে মাসের কথা বলেছেন, সে মাসে নির্বাচন হবে। কে কী বলল, ওটা শোনার আমাদের দরকার নেই। তিনি বলেন, অনেকে অনেক কথা বলবে, তবে জনগণ যখন নির্বাচনমুখী হবে কেউ বাধা দিতে পারবে না, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। স্বরাষ্ট্র উপদেষ্টার মতে, এর কারণ রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে।

জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে গেল ৫ আগস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। পরদিন প্রধান উপদেষ্টার কার্যালয় নিবার্চনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়। তবে ১২ আগস্ট এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে বলে জোরে দিয়ে বলেছেন। বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে; ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এর ব্যাখ্যায় তিনি বলেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে।

আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। ইতিবাচক সাড়া দিলেও জামায়াতে ইসলামী বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে নির্বাচনের সময় ঘোষণা করায় দলটি ‘বিস্মিত ও হতবাক’।

গত শুক্রবার (১৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে মন্তব্য করে বলেছেন, এমন কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। এরই মধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আশা করছি, সেটি সবার সহযোগিতায় সম্ভব হবে।

সম্প্রতি একজন সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার জানে আলম অপুর যে ভিডিও ছড়িয়েছে সেখানে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নাম আসে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ সম্পর্কে এখানে আমি কিছু বলবো না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কোনো ঘটনা ঘটলে তা সাথে সাথে আইনের আওতায় আনা হবে। কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না। যত বড় চাঁদাবাজই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। কাঁচাবাজারে সবজির দাম বাড়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বিভিন্নস্থানে পানি বৃদ্ধি পাওয়ায় সবজির দাম বেড়েছে। তবে তুলনামূলকভাবে আলুর দাম সেভাবে বাড়ে নাই। প্রচুর আলু কোল্ডস্টোরেজে আছে।