লাইফস্টাইল ডেস্ক: বিশেষ দিনে বা কোনো কারণ ছাড়াই প্রিয়জনকে সুন্দর উপহার দিয়ে চমকে দেওয়ার আনন্দটাই আলাদা! ‘ফুল তো প্রায়ই দেওয়া হয়। এবার দিতে চাই একটু ডিফারেন্ট কিছু!’ কিন্তু, কী উপহার দেওয়া যায়, সেটি নিয়ে চিন্তায় পড়তে হয়। তাই এখানে দারুণ উপহার আইডিয়া শেয়ার করা হলো-
পার্সোনালাইজড গিফটস: প্রিয়জনকে খুশি করতে পার্সোনালাইজড গিফট হতে পারে সেরা চয়েস। যেমন- কাস্টমাইজড মগ বা কুশন যেখানে থাকবে প্রিয়জনের নাম কিংবা প্রিয় কোনো উক্তি; একটি ফটো ফ্রেম বা স্ক্যাপবুক; যাতে থাকবে আপনাদের সুন্দর মুহূর্তের ছবি; নাম লেখা জুয়েলারি, হতে পারে সেটি ব্রেসলেট বা লকেট। এমন উপহার সব সময় মনে রাখার মতো হবে এবং যাকে দিচ্ছেন সে স্পেশাল ফিল করবে।
প্রিমিয়াম স্কিনকেয়ার বা বডি কেয়ারসেট: যদি আপনার প্রিয়জন বিউটি বা স্কিনকেয়ার ফ্রিক হন, তাহলে গিফট হিসেবে লাক্সারি স্কিনকেয়ার কিংবা বডি কেয়ারসেট তার জন্য পারফেক্ট হবে! স্কিনকেয়ার বা বডি কেয়ার সেটই দিতে হবে- এমনটা নয়। চাইলে তার পছন্দের ব্র্যান্ডের লিপস্টিক বা প্রিয় শেইডের নেইল পলিশও উপহার দিতে পারেন। মেয়েরা কিন্তু এই ধরনের প্রোডাক্ট পেলে দারুণ খুশি হয়।
পারফিউম: প্রিয়জনের পছন্দের ফ্রেগ্রেন্সটি খুঁজে বের করুন। ভালো কোনো পারফিউম স্মৃতি হয়ে থাকে! সে যদি সুইট, মাইল্ড স্মেল পছন্দ করে, তাহলে ফ্লোরাল বা ভ্যানিলা বেইজড পারফিউম দিন। যদি তার স্পেসিফিক কোনো ব্র্যান্ডের পারফিউমে ফ্যাসিনেশন থাকে, তাহলে সেটাই পিক করুন। সেই পারফিউমই প্রিয়জনকে প্রতিদিন আপনার কথা মনে করিয়ে দিবে!
হাতের তৈরি কোনো কাজ: যদি একদম ইউনিক কিছু উপহার দিতে চান, তাহলে নিজের হাতেই কিছু বানিয়ে ফেলুন! সবচেয়ে সহজ উপায় হচ্ছে, নিজের মনের কথা বা ফিলিংসের কথা একটি চিঠিতে লিখুন। হাতের লেখার মধ্যে ভালোবাসার আলাদা একটা অনুভূতি থাকে! উওণ জুয়েলারি, ফটোফ্রেম, পেন হোল্ডার বা পেইন্টিংও দিতে পারেন। এগুলোয় থাকে ভালোবাসার ছোঁয়া! প্রিয়জনের মন জয় করতে চাইলে একটু সময় দিন আর তৈরি করুন একদম ইউনিক কিছু!
বই: একজন বইপ্রেমীর জন্য বইয়ের চেয়ে ভালো গিফট আর কিছু হতে পারে না! প্রিয় লেখকের নতুন বই, মোটিভেশনাল বা সেলফ-হেল্প বই বা হতে পারে প্রেমের কোনো উপন্যাস।
ফ্যাশন অ্যাকসেসরিজ: স্টাইলিশ ব্যাগ বা ওয়ালেট, সানগ্লাস, ঘড়ি, মোবাইল ফোন কভার এই জিনিসগুলো গিফট হিসেবে একদম পারফেক্ট এবং খুবই কমন। চুড়ি, টিপের পাতা কিংবা কানের দুল, এগুলো উপহার হিসেবে মেয়েরা দারুণ পছন্দ করে। এই জিনিসগুলো দিয়ে আপনি নিজেই একটি ডালা সাজিয়ে নিতে পারেন। দেখবেন আপনার প্রিয় মানুষটি কতা খুশি হবে।
ঘর সাজানোর জিনিস: প্রিয় মানুষটির বেড রুমেই থাকুক না আপনার দেওয়া কোনো উপহার! আপনার প্রিয়জনকে বিশেষ কোনো দিনে গিফট করতে পারেন হোম ডেকোর আইটেমস। যেমন- ইউনিক কোনো শোপিচ, ফুলদানি, বেড সাইড ল্যাম্প, ওয়াল হ্যাংগিং, ড্রিম ক্যাচার কিংবা শখের কোনো গাছ।
উপহার মানেই শুধু বস্তু নয়, আপনার সঙ্গ ও নতুন কোনো এক্সপেরিয়েন্সও হতে পারে সেরা গিফট! প্রিয়জনকে দিতে পারেন সিনেমা বা মিউজিক কনসার্টের টিকিট; যা একসঙ্গে আপনারা উপভোগ করতে পারবেন এবং আপনাদের সময়ও দারুণ কাটবে। একটি ছোট ট্রিপ প্ল্যান করতে পারেন; যেটি হবে স্মৃতিতে ভরপুর! কিংবা রেস্টুরেন্টে ডিনার বা কফি ডেট- শুধু দু’জনের জন্য একান্ত কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতেই পারেন।
আজকের প্রত্যাশা/কেএমএএ

























