ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ

  • আপডেট সময় : ০২:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ৩০০ শ্রমিক। গতকাল শনিবার দুপুর থেকে স্টার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগ নেতা মো. মোহন মিয়ার নেতৃত্বে এসব শ্রমিক উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বিকেলে একটি পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ম-লীর অন্যতম সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। যুবলীগ নেতা মো. মোহন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়া, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান তালুকদার চঞ্চল, কামাল হোসেন, সুমন হোসেন বাচ্চু, মিজানুর রহমান মিঠু, কাজী অমিত মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, জেলা পরিষদ সদস্য শ্রাবণী খানম, শ্রমিক নেতা জামাল হোসেন, আরিফ হোসেন এ সময় বক্তব্য দেন। স্টার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগ নেতা মো. মোহন মিয়া বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে দেশে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এই পদ্মা সেতু হওয়ার ফলে কোটালীপাড়া থেকে ঢাকায় স্টার এক্সপ্রেস চলছে। যার মাধ্যমে কোটালীপাড়ার ৩০০ বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমরা চাই জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুক।

এরপর কাজী আকরাম উদ্দিন আহমেদ সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় বক্তব্য দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কৃষক লীগ নেতা মোস্তফা কামাল উপজেলার কান্দি, ধারাবাশাইল ও ঘাঘর বাজারে গণসংযোগ করেন। এ সময় দলীয় নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ

আপডেট সময় : ০২:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ৩০০ শ্রমিক। গতকাল শনিবার দুপুর থেকে স্টার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগ নেতা মো. মোহন মিয়ার নেতৃত্বে এসব শ্রমিক উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বিকেলে একটি পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ম-লীর অন্যতম সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। যুবলীগ নেতা মো. মোহন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়া, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান তালুকদার চঞ্চল, কামাল হোসেন, সুমন হোসেন বাচ্চু, মিজানুর রহমান মিঠু, কাজী অমিত মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, জেলা পরিষদ সদস্য শ্রাবণী খানম, শ্রমিক নেতা জামাল হোসেন, আরিফ হোসেন এ সময় বক্তব্য দেন। স্টার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগ নেতা মো. মোহন মিয়া বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে দেশে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এই পদ্মা সেতু হওয়ার ফলে কোটালীপাড়া থেকে ঢাকায় স্টার এক্সপ্রেস চলছে। যার মাধ্যমে কোটালীপাড়ার ৩০০ বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমরা চাই জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুক।

এরপর কাজী আকরাম উদ্দিন আহমেদ সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় বক্তব্য দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কৃষক লীগ নেতা মোস্তফা কামাল উপজেলার কান্দি, ধারাবাশাইল ও ঘাঘর বাজারে গণসংযোগ করেন। এ সময় দলীয় নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।