বিনোদন প্রতিবেদক : কোক স্টুডিও বাংলা কনসার্টে গাইবেন রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমস; সঙ্গে থাকবে ওয়ারফেইজ, নেমেসিস ও লালন ব্যান্ড। বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে ৯ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে এ কনসার্টের আয়োজন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোকা-কোলা বাংলাদেশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেমস ছাড়াও কোক স্টুডিও বাংলার নিয়মিত শিল্পীদের মধ্যে শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়সহ আরও অনেকে গান নিয়ে মঞ্চে উঠবেন। বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গানের আসর চলবে বলে জানান তিনি; সেই আয়োজনে দর্শকরা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন।
পাস মিলবে যেভাবেকোকা-কোলা বাংলাদেশ জানিয়েছে, ফিফা স্পেশাল কোকা-কোলার বোতলের লেবেল খুলে কিউআর কোড মোবাইল ফোনে স্ক্যান করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য ও বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বলিউডে থিতু হলেন না কেন, জানালেন জেমস নিবন্ধনের জন্য ৪০০, ৫০০ ও ৬০০ মিলিলিটারের তিনটি ভিন্ন বোতল থেকে পাওয়া তিনটি ইউনিক কোড অথবা ১ লিটার এবং ১.২৫ লিটারের দুটি ভিন্ন বোতল থেকে পাওয়া দুটি ইউনিক কোড দিতে হবে। নিবন্ধন হলে অনলাইনে মিলবে কনসার্ট দেখার পাস। বাড়তি আর কোনো টাকা দিতে হবে না।
কোক স্টুডিও বাংলা কনসার্টে গাইবেন জেমস
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ