ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

কোকেন ব্যবহার করে নিষিদ্ধ নিউ জিল্যান্ড পেসার

  • আপডেট সময় : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ডগ ব্রেসওয়েলের শরীরে মাদক দ্রব্য কোকেনের উপস্থিতি পাওয়া গেছে। তাই নিউ জিল্যান্ডের এই পেসারকে এক মাসের জন্য নিষিদ্ধ করেছে দেশটির স্পোর্টস ট্রাইব্যুনাল। নিউ জিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে গত জানুয়ারিতে ওয়েলিংটনের বিপক্ষে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে চমৎকার পারফরম্যান্স করেন ব্রেসওয়েল। ২১ রানে ২ উইকেট নেওয়ার পর ১১ বলে ৩০ রানের ইনিংস খেলে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ওই ম্যাচের পর করানো পরীক্ষা তার শরীরে নিষিদ্ধ পদার্থ পাওয়া যায়। পরে গত ১১ এপ্রিল ব্রেসওয়েলকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। ট্রাইবুনালের বিবৃতিতে বলা হয়েছে, কোকেন ব্যবহারের কথা স্বীকার করেছেন ব্রেসওয়েল। তবে সেটা টুর্নামেন্ট চলাকালে নয়। তাতে তার সাজা কমানো হয়েছে। একটি চিকিৎসা প্রোগ্রাম শেষ করার পর তিন মাস থেকে কমিয়ে তাকে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৩৪ বছর বয়সী ব্রেসওয়েলের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয় গত ১১ এপ্রিল থেকে, যখন তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। অর্থাৎ, এরই মধ্যে শাস্তি ভোগ করে ফেলেছেন কিউই পেসার। যার ফলে এখন যেকোনো সময় ক্রিকেটে ফিরতে পারবেন সবশেষ গত মার্চে মাঠে নামা ব্রেসওয়েল। নিউ জিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৮ টেস্ট খেলে ৭৪ উইকেট নিয়েছেন ব্রেসওয়েল। ২১ ওয়ানডেতে ২৬ ও ২০ টি-টোয়েন্টিতে ২০ শিকার ধরেছেন তিনি। দেশের প্রতিনিধিত্ব সবশেষ করেছেন তিনি ২০২৩ সালের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কোকেন ব্যবহার করে নিষিদ্ধ নিউ জিল্যান্ড পেসার

আপডেট সময় : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: ডগ ব্রেসওয়েলের শরীরে মাদক দ্রব্য কোকেনের উপস্থিতি পাওয়া গেছে। তাই নিউ জিল্যান্ডের এই পেসারকে এক মাসের জন্য নিষিদ্ধ করেছে দেশটির স্পোর্টস ট্রাইব্যুনাল। নিউ জিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে গত জানুয়ারিতে ওয়েলিংটনের বিপক্ষে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে চমৎকার পারফরম্যান্স করেন ব্রেসওয়েল। ২১ রানে ২ উইকেট নেওয়ার পর ১১ বলে ৩০ রানের ইনিংস খেলে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ওই ম্যাচের পর করানো পরীক্ষা তার শরীরে নিষিদ্ধ পদার্থ পাওয়া যায়। পরে গত ১১ এপ্রিল ব্রেসওয়েলকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। ট্রাইবুনালের বিবৃতিতে বলা হয়েছে, কোকেন ব্যবহারের কথা স্বীকার করেছেন ব্রেসওয়েল। তবে সেটা টুর্নামেন্ট চলাকালে নয়। তাতে তার সাজা কমানো হয়েছে। একটি চিকিৎসা প্রোগ্রাম শেষ করার পর তিন মাস থেকে কমিয়ে তাকে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৩৪ বছর বয়সী ব্রেসওয়েলের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয় গত ১১ এপ্রিল থেকে, যখন তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। অর্থাৎ, এরই মধ্যে শাস্তি ভোগ করে ফেলেছেন কিউই পেসার। যার ফলে এখন যেকোনো সময় ক্রিকেটে ফিরতে পারবেন সবশেষ গত মার্চে মাঠে নামা ব্রেসওয়েল। নিউ জিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৮ টেস্ট খেলে ৭৪ উইকেট নিয়েছেন ব্রেসওয়েল। ২১ ওয়ানডেতে ২৬ ও ২০ টি-টোয়েন্টিতে ২০ শিকার ধরেছেন তিনি। দেশের প্রতিনিধিত্ব সবশেষ করেছেন তিনি ২০২৩ সালের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে।